বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নাকা চেকিং করতেই বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই যুবক, চলছে জেরা

নাকা চেকিং করতেই বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই যুবক, চলছে জেরা

কলকাতায় নাকা চেকিং পুলিশের। (ছবি সৌজন্য কলকাতা পুলিশ)

কোনও অসৎ উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে মনে করছে পুলিশ। তবে গ্রেফতার করা হয় ওই দু’জনকে। ‌

পুরসভা নির্বাচনের ঠিক আগেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। একদিকে নিরাপত্তার কড়াকড়ি। অন্যদিকে নাকা চেকিং শুরু হতেই তারাতলা এলাকায় আগ্নেয়াস্ত্র–সহ ধরা পড়ল দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হল একটি পিস্তল ও গুলি। বজবজ থেকে তারা তারাতলায় এসেছিল। কোনও অসৎ উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে মনে করছে পুলিশ। তবে গ্রেফতার করা হয় ওই দু’জনকে। ‌

শনিবার থেকে শহর মুড়ে ফেলা হয়েছিল কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বাহিনী দিয়ে। রাত থেকেই শহরের ঢোকা–বেরোনোর রাস্তাগুলিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়। নাকা চেকিং চলতে থাকে। শহরে আসা গাড়িগুলির প্রত্যেকটিতেই তল্লাশি চালানো হয়। এই নাকা চেকিংয়ের সময়ই এলো সাফল্য। দুই যুবককে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল সৌমেন মালাকার ওরফে নীল এবং নিশান চৌধুরী ওরফে গোলু। তারাতলা রোডে নাকা চেকিং চলার সময়ে তাদের ধরা হয়। বজবজ থেকে তারাতলা হয়ে যে গাড়িগুলি কলকাতায় ঢুকছিল, সেই গাড়িগুলি থামিয়ে তল্লাশি করছিলেন কলকাতার পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা। তখনই সৌমেন ও নিশানের গাড়িটি থামায় পুলিশ। তল্লাশি চলে গাড়িতে। উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি। দু’‌জনকেই গ্রেফতার করেছে পুলিশ জেরা করছে।

কোন উদ্দেশ্যে তাদের কাছে আগ্নেয়াস্ত্র বা কার্তুজ ছিল?‌ কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল?‌ কোথা থেকে আগ্নেয়াস্ত্র তারা পেল?‌ জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার বেশি রাতে এই গ্রেফতারি নিয়ে আলোড়ন পড়ে যায়। কারণ আজ, রবিবার পুরসভা নির্বাচন। তাই কোনওরকম বিশৃঙ্খলা বা অশান্তি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। দুই যুবককেই আজ আদালতে তোলা হবে।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.