বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > পাঁচতলা থেকে পড়ে গেলেন দুই যুবক, তিলজলায় মৃত ১, আশঙ্কাজনক একজন

পাঁচতলা থেকে পড়ে গেলেন দুই যুবক, তিলজলায় মৃত ১, আশঙ্কাজনক একজন

মৃত্যু যুবকের। (প্রতীকী ছবি)

দু’‌জন ছাদে মদ্যপান করছিল। তারপরই নেশার ঘোরে ছাদ থেকে নীচে পড়ে যান। নীচে পড়ে যেতেই তড়িঘড়ি দু’‌জনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

আবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল শহরে। খুশির ইদের রাতেই মর্মান্তিক দুঃখের ছায়া কলকাতায়। পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে গেলেন এক যুবক। আর তাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ইদের রাতে ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। নিহত যুবকের নাম মিঠুন দাস। আর এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বন্ধু পাপ্পু রাম।

ঠিক কী ঘটেছে তিলজলায়?‌ পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কলকাতার তিলজলা থানা এলাকায়। এখানের তারিখানা মোড়ে পাঁচতলা বাড়ি থেকে পড়ে যান ওই যুবক। আর তার জেরে রাতে শোরগোল পড়ে যায় এলাকায়। মৃত যুবক মিঠুন দাসের বয়স ২৪। আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন যুবক পাপ্পু রাম (‌২৮)‌।

এলাকা থেকে কী জানা যাচ্ছে?‌ স্থানীয় সূত্রে খবর, মিঠুন–পাপ্পু দু’‌জন ছাদে মদ্যপান করছিল। তারপরই নেশার ঘোরে ছাদ থেকে নীচে পড়ে যান। নীচে পড়ে যেতেই তড়িঘড়ি দু’‌জনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে মিঠুন দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন পাপ্পু রাম।

পরিবার ঠিক কী বলছে?‌ পরিবার সূত্রে খবর, মৃত যুবক মিঠুন দাসের মায়ের অভিযোগ, পাপ্পু রাম পাঁচতলা বাড়ির ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছে। তাতেই মৃত্যু হয়েছে ছেলের। পরে নিজেও টাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায় পাপ্পু রাম। এই ঘটনার তদন্তে নেমেছে তিলজলা থানার পুলিশ। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.