বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > UNESCO: পুজোর মিছিল ১ সেপ্টেম্বর, কালো ছাতা আনবেন না, অফিস- স্কুলে আগাম ছুটি

UNESCO: পুজোর মিছিল ১ সেপ্টেম্বর, কালো ছাতা আনবেন না, অফিস- স্কুলে আগাম ছুটি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)

জেলাস্তরেও একই সময়ে এই মিছিল আয়োজনের কথা জানিয়েছেন মমতা। তবে মহানগরীর এই মিছিলে ব্যাপক লোকসমাগম করতে সবরকম উদ্যোগ নিচ্ছে সরকার।

দুর্গাপুজোকে বিশেষ তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। সেই ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে ১ সেপ্টেম্বর। শুধু কলকাতায় নয় জেলায় জেলায় মিছিল হবে। পুজোর আগেই পুজোর মিছিল। দুপুর ১টা থেকে হবে মিছিল। ১ সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে মিছিল শুরু হবে। এরপর সেই মিছিল ধর্মতলা পর্যন্ত আসবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে এই মিছিলকে পুরোপুরি কালারফুল করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বিদেশিরাও আসবেন বলে জানিয়েছেন তিনি।

মিছিলে আসবেন তো? লোকজন নিয়ে আসবেন তো? পুজো কমিটির সঙ্গে বৈঠক শেষে বিশেষ আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন: Durga Pujo: 'ভাঁড়ার শূন্য,' দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরোপুরি কালারফুল হবে মিছিল। কালারফুল জামাকাপড় পরা মিছিল। কালারফুল মিছিল। কালারফুল ছাতা। একটা ছাতার মিছিল হয়ে গেল। নট ব্ল্যাক। সব কালার। যে কালারগুলো সব কালারকে মিলিয়ে দেয়।

তিনি বলেন, মিছিলটাতে জমায়েত হবে ২টোয়। সেক্ষেত্রে ১টা আপনাদের বেরোতে হবে। খাবার দাবার ব্যবস্থা করবেন। ১ সেপ্টেম্বর মিছিলটা হচ্ছে। যারা অফিসে কাজ করেন তাদের একটু বলে দেওয়া যাতে দুপুর ১টার মধ্যে ছুটি পায়। তারা মিছিলে সামিল হতে পারেন। স্কুলগুলোতে ১০-১১টার মধ্যে যাতে বন্ধ হয়ে যায়। মিছিলটা জোড়াসাঁকো থেকে মিছিল করতে করতে রাণী রাসমণির কাছে ঢুকব। ধর্মতলায় আসব। প্রায় ১৫-২০ হাজার চেয়ার পাতা থাকবে।

আরও পড়ুন: Durga Puja 2022: দুর্গাপুজোয় কবে নিরঞ্জন হবে? জেলা ও কলকাতায় কার্নিভাল কবে হচ্ছে? ঘোষণা মমতার

পাশাপাশি জেলাস্তরেও একই সময়ে এই মিছিল আয়োজনের কথা জানিয়েছেন তিনি। তবে মহানগরীর এই মিছিলে ব্যাপক লোকসমাগম করতে সবরকম উদ্যোগ নিচ্ছে সরকার।

বন্ধ করুন