বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > UNESCO Letter: বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়াতে চায় ইউনেস্কো, নবান্নে এসে পৌঁছল চিঠি

UNESCO Letter: বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়াতে চায় ইউনেস্কো, নবান্নে এসে পৌঁছল চিঠি

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্রছাত্রীদের জন্য একাধিক সামাজিক প্রকল্প এনেছে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। বইপত্র, পোশাক থেকে সাইকেল সবই দেওয়া হচ্ছে। যার উপকার পৌঁছেছে গ্রামেও। এই সামাজিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো।

বাংলার শিক্ষাব্যবস্থা এখন জেলে। এই কথাই শোনা যায় রাজ্যের বিরোধী দলগুলির নেতাদের মুখে। কিন্তু এই দফতরের মাথায় শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্য বসুকে বসিয়ে নিরলস কাজ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেভাবে মিড–ডে মিল থেকে জুতো–জামা এবং সাইকেল সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হয় তা দেখে অনেকেই অভিভূত। এমনকী পড়াশোনার বইও মেলে বিনামূল্যে। এসব দেখে এবার ইউনেস্কোর চিঠি পেল নবান্ন। তাতে রাজ্যের শিক্ষাব্য়বস্থার সঙ্গে যুক্ত হতে চেয়ে ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং চিঠি দিয়েছে।

সূত্রের খবর, আজ বুধবার এই চিঠি এসে পৌঁছেছে নবান্নে। আর ইউনেস্কোর প্রস্তাবে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। আর এই চিঠি পেয়েই নবান্নের উচ্চপদস্থ অফিসারদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই দ্বিপাক্ষিক বৈঠকে হতে পারে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের কাছেও এটা বড় চাপ তৈরি হল বলে মনে করা হচ্ছে।

ঠিক কী জানা যাচ্ছে?‌ ইউনেস্কোর ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং অন্যান্য দেশে এমনকী বিদেশেও শিক্ষাপ্রসারের কাজ করে থাকে। এই লার্নিং সেন্টার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বুনিয়াদি শিক্ষা–সহ একাধিক বিষয়ে পড়ুয়াদের দক্ষ করে তোলে। আর ছাত্র–ছাত্রীদের প্রয়োজনীয় শুনে যেমন পদক্ষেপ করে তেমন নানা বিষয়ের সুপারিশ এবং পরামর্শ দিয়ে থাকে তারা। এবার ইউনেস্কো জুড়তে চলেছে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে। এমনকী বাংলার বুনিয়াদি শিক্ষার সঙ্গে জুড়তে আগ্রহ দেখিয়েছে ইউনেস্কো। যা খুব ভাল খবর বলে মনে করা হচ্ছে।

আর কী জানা যাচ্ছে?‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাত্রছাত্রীদের জন্য একাধিক সামাজিক প্রকল্প এনেছে। সেটা শিক্ষাব্যবস্থাতেও রয়েছে। উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে। এছাড়া বইপত্র, পোশাক থেকে সাইকেল সবই দেওয়া হচ্ছে। যার উপকার পৌঁছে গিয়েছে প্রত্যন্ত গ্রামেও। এই সামাজিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছে ইউনেস্কো। আর তখনই দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এবার শিক্ষাব্যবস্থায়। ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থার মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.