বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়, বার্তা রাজ্যপালের, রাজীব সিনহার সঙ্গে কথা

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে অশান্তি বরদাস্ত নয়, বার্তা রাজ্যপালের, রাজীব সিনহার সঙ্গে কথা

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শনিবারই তিনি রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে নির্বাচন কমিশনারকে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সমস্ত ব্যবস্থা নিতে বলেন।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। শনিবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শনিবারই তিনি রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে নির্বাচন কমিশনারকে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সমস্ত ব্যবস্থা নিতে বলেন। কোনও রকম অশান্তি যাতে বরদাস্ত করা না হয় সে দিকে সতর্ক থাকতে বলেন রাজ্যপাল বোস।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিতে এক কংগ্রেস কর্মী মৃত্যু হয়েছে। মনোয়নপত্র জমা দিতে গিয়ে বহু জায়গায় বিরোধীরা বাধার মুখে পড়ছেন। অভিযোগ, উঠছে শাসক শিবিরের দিকে। শনিবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলে। সূত্রের খবর, সে ব্যাপারেও নির্বাচন কমিশনারের কাছ থেকে খোঁজখবর নেন রাজ্যপাল। তবে এ দিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নে রাজ্যপালকে প্রথম থেকেই সক্রিয় হতে দেখা গিয়েছে। হাওড়ার রাম নবমীর অশান্তির পর রাজ্যপাল নিজে ঘটনাস্থলে যান। আইন-শৃঙ্খলা সংক্রান্ত আরও একধিক ঘটনায় তিনি কড়া মন্তব্য করেছেন। গত মাসে রবীন্দ্রভারতীর একটি অনুষ্ঠানে তিনি জানিয়ে দেন রাজ্যে যদি সংবিধানিক সঙ্কট তৈরি হয় তবে তিনি ‘হ্যামলেট’-এর মতো বসে থাকবেন না। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার পর রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল বোস।   

তাই পঞ্চায়েত নির্বাচন আইনশৃঙ্খলার প্রশ্নে তিনি যে সক্রিয় থাকবেন তা স্পষ্ট। শনিবার সাংবাদিকদের সেই ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। (পড়তে পারেন। পঞ্চায়েতে সিভিকদের পুলিশের পোশাক পরিয়ে নামানো হবে! দাবি শুভেন্দুর, পাল্টা খোঁচা কুণালের