সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে অশান্তি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশকর্মী ও ১ সিভিক ভলান্টিয়ার। বুধবার রাতে কলকাতার গার্ডেনরিচ থানা এলাকার পাহাড়পুর রোডের ঘটনা। এই ঘটনায় রাতেই এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। পুলিশের ওপর হামলা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ যুবককে।
জানা গিয়েছে, বুধবার রাতে পাহাড়পুর রোডে স্থানীয় একটি ক্লাবের সরস্বতী পুজোর বিসর্জন ছিল। সেই বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি শুরু হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাব ইন্সপেক্টর অরুণকুমার মাইতির নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা সেখানে হাজির হন। তখনই অরুণবাবুর ওপর হামলা চালায় ক্লাবের কয়েকজন সদস্য। তাঁকে বাঁচাতে যান মহিলা সিভিক ভলান্টিয়ার সঙ্গীতা বড়াই। তাঁর ওপরেও কয়েকজন যুবক হামলা করে বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও পুলিশ। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্তে নামে পুলিশ। গভীর রাতে এলাকা থেকে আদিত্য পাসওয়ান ও সৈকত মাইতি নামে ২ যুবককে গ্রেফতার করে পুলিশ।
বুধবার রাতে সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে ২ ক্লাবের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগরও। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর পর এবার সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করেও ২ ক্লাবের সংঘর্ষে সেখানকার পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার রাতের ঘটনায় কৃষ্ণনগরে ২ জন আহত হয়েছেন। তাঁদের শক্তিনগর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে বিসর্জনকে কেন্দ্র করে কৃষ্ণনগরে বারবার সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত শহরের একটা বড় অংশের মানুষ।