বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Buddhadeb Bhattacharya: একটা ধুতি- পাঞ্জাবিতেই শিলিগুড়ি, ট্রেনের জেনারেল কামরায় সফর, বুদ্ধদেবের স্মরণে অশোক ভট্টাচার্য

Buddhadeb Bhattacharya: একটা ধুতি- পাঞ্জাবিতেই শিলিগুড়ি, ট্রেনের জেনারেল কামরায় সফর, বুদ্ধদেবের স্মরণে অশোক ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্য ফাইল ছবি

শিলিগুড়িতে যখন আসতেন তখন মাঝেমধ্য়েই আমাদের বাড়িতেই থাকতেন। একটা ধুতি, একটা পাঞ্জাবি। সঙ্গে একটা পুরনো সোয়েটার। সেটাই পরে আসতেন। কোথাও কোনও বাহুল্যতা নেই। কী সাধারণ জীবন!

চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম জমানার শেষ মুখ্য়মন্ত্রীর জীবনাবসান। কলকাতার রাজপথ ধরে তাঁর দেহ নিয়ে চলেছে শববাহী শকট। একদিন এই রাস্তা ধরেই রাইটার্সে যেত তাঁর গাড়ি। রাস্তার দুদিকে  পার্টিকর্মীরা, সাধারণ মানুষরা। সকলের চোখে জল। গোটা দেশ হারাল এক সৎ রাজনীতিবিদকে। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বললেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী শিলিগুড়ির অশোক ভট্টাচার্য নানা স্মৃতি রয়েছে বুদ্ধবাবুকে ঘিরে।  

দীর্ঘদিন ধরেই একসঙ্গে রাজনীতি করেছেন। বহু স্মৃতি ভিড় করে আসছে। বুদ্ধদেববাবুর বার বার শিলিগুড়িতে ছুটে আসা, দার্জিলিং সমস্যার সমাধানে তাঁর পরামর্শ, মন দিয়ে কমরেডদের কথা শোনা, তাঁদের মতামত শোনা, অনেক অনেক কথা ভিড় করে আসছে। শোকে আচ্ছন্ন কমরেড অশোক ভট্টাচার্য। 

বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আপাদমস্তক সৎ। খুব আবেগপ্রবণ। শিলিগুড়িতে যখন আসতেন তখন মাঝেমধ্য়েই আমাদের বাড়িতেই থাকতেন। একটা ধুতি, একটা পাঞ্জাবি। সঙ্গে একটা পুরনো সোয়েটার। সেটাই পরে আসতেন। কোথাও কোনও বাহুল্যতা নেই। কী সাধারণ জীবন! মায়ের সঙ্গে কথা গল্প করতেন। একেবারে বাড়ির মানুষের মতো। ’

‘তখন তিনি মুখ্যমন্ত্রী। ফাইল পাঠালে বলতেন তুমি যা ভালো বুঝবে সেটাই করো। মন দিয়ে মতামত শুনতেন। দার্জিলিং সমস্যার নিরসনে তিনি অত্যন্ত আন্তরিক ছিলেন। বার বার বলতেন রাজনৈতিক ও আদর্শগতভাবে সমস্যার মোকাবিলা করো। ’

‘মতামত শুনতেন,’ বার বার বলেন অশোক ভট্টাচার্য। অনেকের মতে, আজকের রাজনীতির সঙ্গে একেবারেই হয়তো মেলে না বুদ্ধদেব ভট্টাচার্যের এই মনোভাব। মুখ্য়মন্ত্রী অন্যান্য মন্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন সেই জমানা বোধহয় শেষ হয়ে গিয়েছে ২০১১ সালেই। 

অশোক ভট্টাচার্য বলেন, ‘অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ ছিলেন। কোনওদিন কুকথা বলতে শুনিনি। আমরা বক্তব্য রাখার সময় একটু সুর চড়ালে তিনি বলতেন নাভি থেকে বলো। কোনওদিন কোনও খারাপ কথা বলতে শুনিনি। এত সৎ মানুষ খুব কম দেখা যায়। তিস্তার বোরোলি আর দার্জিলিংয়ের কমলালেবু আর চায়ের কথা খুব বলতেন। খুব পছন্দ করতেন এগুলো। ’

অশোক ভট্টাচার্য বলেন, ‘জানেন একবার তখন আমাদের পার্টি ক্ষমতায় ছিল না। তিনি শিলিগুড়িতে এসেছেন। তাঁর রিজার্ভেশন করার মতো আর্থিক অবস্থা আমাদের ছিল না। তিনি দার্জিলিং মেলের জেনারেল কামরায় শিলিগুড়ি থেকে শিয়ালদা চলে গিয়েছেন। মুখ্য়মন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা নিরসনে, এখানকার শ্রমিকদের সমস্যা মেটাতে তিনি অত্যন্ত উদ্যোগী হতেন। ’

বাংলার মুখ খবর

Latest News

ভারতীয় মহিলা ফুটবল দলের দায়িত্বে প্রাক্তন মোহনবাগান কোচ, ঘোষণা AIFF-এর আগামিকাল চন্দ্রগ্রহণের দিনটি কেমন কাটবে? লাকি কারা! রইল ১৮ সেপ্টেম্বরের রাশিফল ‘৫-০ ব্যবধানে জিতব’, দু'বার হেরেও লজ্জা নেই লিয়নের অঝোরে কাঁদছেন অরিজিতের মহিলা ভক্ত! মঞ্চ থেকে কী এমন করলেন গায়ক? ভাইরাল ভিডিয়ো পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট ধর্ষণ নাকি গণধর্ষণ? RG কর কাণ্ড নিয়ে আদালতে মুখ খুলল CBI, ‘যা প্রমাণ মিলেছে…’ বিচারপতির 'কন্ট্রাকচুয়াল কর্মী' কথার সঙ্গে সঞ্জয় রায়কে জুড়ে কী ইঙ্গিত দেবাংশুর? টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা আদরের বুঁচকি আর নেই, মন খারাপ করে কী লিখলেন ঋতাভরী? ৯ বছর একসঙ্গে পথ চলার ইতি, চক্রবর্তী বাড়িতে শোকের আবহ, মন খারাপের পোস্ট ঋতাভরী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.