বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > IIM কলকাতার ডিরেক্টর পদে অধ্যাপক উত্তম কুমার সরকার

IIM কলকাতার ডিরেক্টর পদে অধ্যাপক উত্তম কুমার সরকার

আইআইএমের ডিরেক্টর পদে উত্তম কুমার সরকার (ফাইল ছবি)

দেশে, বিদেশে জ্ঞানী ও যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে এই খোঁজ শুরু হয়।

গত মার্চ মাসে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্টের কলকাতার ডিরেক্টরের পদটি খালি হয়ে যায়। তৎকালীন মহিলা ডিরেক্টর অঞ্জু শেঠের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেই এই পদটি শূন্য হয়ে গিয়েছিল। এরপর আইআইএমের মতো একটি নামী সংস্থায় ডিকেক্টর পদের জন্য় যোগ্য ব্যক্তির খোঁজ শুরু হয়। দেশে, বিদেশে জ্ঞানী ও যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে এই খোঁজ শুরু হয়। যোগ্য ব্যক্তিকে এই পদে বসানো ছিল সংস্থার কাছে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত অধ্য়াপক উত্তম কুমার সরকারকে সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছে। বুধবারই তাঁর নাম ঘোষণা করা হয়েছে। দ্রুত তাঁকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস তাঁর নামটিকে মনোনীত করেছে।

 

আইআইটি খড়্গপুর থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক, এমটেক ও পিইচডি করেছেন তিনি।  ছাত্র জীবনেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। আগাগোড়া নজরকাড়া রেজাল্ট। সেই সঙ্গেই বিভিন্ন ক্ষেত্রে তিনি তাঁর সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সেই নিরিখে আইআইএময়ের মতো নামী সংস্থায় তাঁর মতো গুনী ব্যক্তিত্বকে ডিরেক্টরের পদে বসানোয় স্বস্তি পেয়েছেন অনেকেই। বোর্ড অফ গভর্নসের চেয়ারম্যান শ্রীকৃষ্ণ কুলকার্নি বলেন,' সংস্থাকে তাঁর লক্ষ্যে পৌঁছনর জন্য কী কী করতে হবে তার সবটাই তিনি জানেন।'  

 

বন্ধ করুন