বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Uttar Pradesh: লাদাখের পথে দুর্ঘটনায় মৃত্যু বাঙালি দম্পতির মৃত্যু, দেহ পৌঁছল কলকাতায়

Uttar Pradesh: লাদাখের পথে দুর্ঘটনায় মৃত্যু বাঙালি দম্পতির মৃত্যু, দেহ পৌঁছল কলকাতায়

প্রতীকী ছবি

উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ভোর ৬টা নাগাদ বারাবাঙ্কি জেলার লোনি কাটরা থানা এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সুব্রতবাবুর মোটরসাইকেলটি।

কলকাতা থেকে লাদাখে বাইক সফরে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির। নিহত সুব্রত (৫০) ও পারমিতা (৪৬) সান্যাল কলকাতা লাগোয়া নেতাজি নগরের বৈষ্ণবঘাটা বাই লেনের বাসিন্দা বলে জানা গিয়েছে। শুক্রবার ভোরে উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার লোনি কাটরা থানা এলাকায় ডিভাইডারে ধাক্কা মারে মোটরসাইকেলটি। আহত দম্পতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নেতাজি নগরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা দেন সুব্রত ও পারমিতা। সুব্রতবাবু পেশায় ইঞ্জিনিয়ার। স্ত্রী পারমিতা ইন্টেরিয়র ডিজ়াইনার। দম্পতির ২ ছেলে রয়েছে। বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পাঠরত। আর ছোট ছেলে নবম শ্রেণির পড়ুয়া।

উত্তর প্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার ভোর ৬টা নাগাদ বারাবাঙ্কি জেলার লোনি কাটরা থানা এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সুব্রতবাবুর মোটরসাইকেলটি। চালক নিজে রাস্তায় ছিটকে পড়েন। পারমিতাদেবী পিছনের আসন থেকে গিয়ে পড়েন রাস্তার নীচে থাকা সার্ভিস লেনে। স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শুক্রবারই পরিবারকে ঘটনার খবর দেয় উত্তর প্রদেশ পুলিশ। শনিবার পরিজনরা বারাবাঙ্কি পৌঁছন। সেখান থেকে দেহ নিয়ে রবিবার তাঁরা পৌঁছেছেন নেতাজি নগরের বাড়িতে। ঘটনায় এলাকা শোকস্তব্ধ।

সম্প্রতি মোটরসাইকেল সফরের প্রবণতা বেড়েছে দেশ জুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, মোটরসাইকেল সফরের ঝুঁকি ও তা কমানোর উপায় না জেনেই অনেকে পথে নেমে পড়ছেন। যার জেরে অকালে ঝরছে প্রাণ। কী কারণে দুর্ঘটনা তা জানতে তদন্ত চালাচ্ছে উত্তর প্রদেশ পুলিশ।

 

 

বন্ধ করুন