বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Measles: হাম রোধে রাজ্য জুড়ে টিকাকরণ কর্মসূচি, চলবে ৯ জানুয়ারি–১১ ফেব্রুয়ারি পর্যন্ত

Measles: হাম রোধে রাজ্য জুড়ে টিকাকরণ কর্মসূচি, চলবে ৯ জানুয়ারি–১১ ফেব্রুয়ারি পর্যন্ত

হামের টিকাকরণ কর্মসূচি চলবে রাজ্যে। প্রতীকী ছবি

মূলত শিশুদের মধ্যে হামের প্রবণতা বাড়ছে। তাই ৯ মাস শিশু থেকে শুর করে ১৫ বছর বয়সি পর্যন্ত কিশোরদের এই টিকা দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রাথমিকভাবে রাজ্যে ভ্যাকসিনের ১ কোটি ডোজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।

দেশে ভয়াবহ আকার নিচ্ছে হাম। বিভিন্ন রাজ্যে হামে আক্রান্ত হচ্ছেন কেউ-কেউ। পশ্চিমবঙ্গেও হামের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে হাম বাড়ছে। পাশাপাশি জার্মান হাম আতঙ্ক আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে হাম রোধে টিকাকরণ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে হামের টিকাকরণ কর্মসূচি চলবে। ইতিমধ্যেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতর।

মূলত শিশুদের মধ্যে হামের প্রবণতা বাড়ছে। তাই ৯ মাস শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়সি পর্যন্ত কিশোরদের এই টিকা দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রাথমিকভাবে এই টিকাকরণের জন্য রাজ্যে ভ্যাকসিনের ১ কোটি ডোজ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। সেগুলি মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ রাখা হয়েছে বাগবাজারে সেন্ট্রাল ভ্যাকসিন সেন্টারে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগামিদিনে প্রয়োজন মতো আরও ভ্যাকসিন এসে পৌঁছাবে রাজ্যে।

হাম–রুবেলা ভয়াবহ আকার নিয়েছে গোটা দেশে। যার মধ্যে বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরেলা এবং মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে হাম–রুবেলা নিয়ন্ত্রণে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র মুম্বইয়ে হাম–রুবেলায় আক্রান্ত হয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সেখানে আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই টিকাকরণ প্রয়োজন বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

বন্ধ করুন