বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বন্দে ভারতে পাথর ছোড়ার তদন্ত করবে কে? দ্বিধাবিভক্ত বিজেপি

বন্দে ভারতে পাথর ছোড়ার তদন্ত করবে কে? দ্বিধাবিভক্ত বিজেপি

পাথরের আঘাতে ভেঙে বন্দে ভারতের জানলার কাচ। (HT_PRINT)

শুভেন্দু অধিকারী NIA দাবি জানানোর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বুধবার বলেন, ‘বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনার তদন্তভার রাজ্য সরকারের সিআইডির হাতে দেওয়া উচিত।’

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার তদন্ত করবে কে? এই নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি। একদিকে বিরোধী দলনেতা যখন দাবি করছেন এর তদন্ত করুক NIA তখন রাজ্যের CID তদন্তের ওপরেই ভরসা রাখছেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে বিজেপির অন্দরেই।

মঙ্গলবার সকালে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে আসতেই টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ওঠার বদলা নয় তো? আমি এই ঘটনার NIA তদন্তের দাবি করি।’ এর আগে উত্তর প্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

শুভেন্দু অধিকারী NIA দাবি জানানোর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বুধবার বলেন, ‘বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনার তদন্তভার রাজ্য সরকারের সিআইডির হাতে দেওয়া উচিত।’ তহে NIA তদন্তের দাবির বিরোধিতা করেননি তিনি।

সুভাষবাবুর বক্তব্যে স্বাভাবিকভাবেই আনন্দ পেয়েছে তৃণমূল। তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘বিজেপিতে কয়েকজন শিক্ষিত মানুষ আছেন। তারা ব্যাপারগুলো বোঝেন। তবে অশিক্ষিতদের ভিড়ে তারা হারিয়ে যান।’

 

বন্ধ করুন