শাক–সবজি থেকে আনাজের বাজারদর চড়া। যা নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্ক ফোর্সের নজরদারি থাকা সত্ত্বেও কেমন করে ফড়েদের বাড়বাড়ন্ত হয় তা নিয়ে নবান্ন থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই আজ, শুক্রবার সকাল থেকেই দম লাগিয়ে সল্টলেক থেকে কলকাতার উত্তর–দক্ষিণের একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের অফিসাররা। আজ দুপুরে আবার টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।
এদিকে আজ, শুক্রবার সল্টলেকের বিডি ব্লকে টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে রীতিমতো ধমক দেন ব্যবসায়ীদের। কেন সবজি ও আনাজের দাম এত নিচ্ছেন? কারণ জানতে চান বিডি ব্লকের এক একজন ব্যবসায়ীর কাছে। পর পর বিক্রেতাদের কাছে কত দামে জিনিস বিক্রি করছেন সেটা লিখে নেন। তারপর হুঁশিয়ারি দেন, ‘এভাবে অসাধুতার সঙ্গে ব্যবসা করলে সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’ তবে জনগণের অভিযোগ, টাস্ক ফোর্সের সদস্যরা আসার সময় দাম কমানো হচ্ছে। আর তাঁরা চলে যাওয়ার পরই আবার দাম বাড়িয়ে সবজি এবং আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতা পুরসভা চালু করছে রেয়ার ডিজিজ ক্লিনিক, চিকিৎসা থেকে কাউন্সেলিং হবে শিশুদের
অন্যদিকে কলকাতার একাধিক বাজারে হানা দেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। ঘুরে সরেজমিনে দেখেন সমস্ত সবজির দোকান। বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ নেওয়া হয়। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশ এসে পদক্ষেপ করতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন রবীন্দ্রনাথ কোলে। তবে হঠাৎ বাজারে টাস্ক ফোর্স হানা দেওয়ায় খানিকটা স্বস্তি পান আমজনতা। সেক্ষেত্রে তাঁরা জানান, ইতিমধ্যেই তাঁরা স্থানীয় থানায় পুরো বিষয়টি জানিয়ে রেখেছেন। এমন কোন কিছু নজরে আসলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আলুর দাম কিছুটা কমেছে। আর পেঁয়াজের দামও তিন–চার দিনের মধ্যে কমে যাবে বলে আশ্বস্ত করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা।
এছাড়া বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘আমি এক পয়সাও নিই না। তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব।’ বাংলার মানুষকে এই মূল্যবৃদ্ধি থেকে রেহাই দিতে টাস্ক ফোর্সকে সক্রিয় হতে নির্দেশ দেন। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলছে। তবে আদৌ কি বাজারদরে কোনও প্রভাব পড়েছে? জনগণ জানান, অনেকটাই দাম কমেছে কাঁচা সবজির।