বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Satyabrata Mukherjee: প্রয়াত বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?‌

Satyabrata Mukherjee: প্রয়াত বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?‌

প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায়।

প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জুলুবাবুর বাড়ি গিয়ে শোকজ্ঞাপন করবেন বলে খবর। ফেসবুক পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সত্যব্রত মুখোপাধ্যায় প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ ছিলেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন।

চলে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায়। আজ, শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বিজেপির বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সত্যবাবু। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য–রাজনীতিতে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। কৃষ্ণনগরের প্রাক্তন বিজেপি সাংসদ তিনি। জুলু মুখোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন তিনি।

বাংলায় বিজেপির পরিচিত নাম সত্যব্রত মুখোপাধ্যায়। বঙ্গ–বিজেপির যখন এই রাজ্যে সেভাবে কিছুই ছিল না তখন সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। এমনকী দলের কঠিন সময়ে রাজ্য সভাপতিও ছিলেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত বঙ্গ–বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি দক্ষ আইনজীবী ছিলেন। তাঁর পুত্র এস এন মুখোপাধ্যায় এখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

সত্যব্রত মুখোপাধ্যায় প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ ছিলেন। ১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ হন সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলুবাবু। তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট ছিল বিজেপির। একাধিক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় সরকারের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকাররের রাসায়নিক–সার মন্ত্রী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। পরে তাঁর হাতে শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও দেওয়া হয়েছিল। ২০০৯ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। প্রবীণ রাজনীতিবিদের প্রয়াণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জুলুবাবুর বাড়ি গিয়ে শোকজ্ঞাপন করবেন বলে খবর। ফেসবুক পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, ‘‌রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতৃত্ব, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী, সম্মানীয় শ্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জুলু বাবু) মহোদয়ের প্রয়াণে আমি শোকাহত। ওনার পরিবার, পরিজন, শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাই। ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.