বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tathagata Roy: হাসপাতালে ভর্তি বিজেপি নেতা তথাগত রায়, হঠাৎ টুইটে তোলপাড় রাজনীতি

Tathagata Roy: হাসপাতালে ভর্তি বিজেপি নেতা তথাগত রায়, হঠাৎ টুইটে তোলপাড় রাজনীতি

তথাগত রায়। ফাইল ছবি

এখন সক্রিয় রাজনীতিতে নেই তথাগত রায়। তবে রাজনীতি নিয়ে তাঁর সমালোচনা বেশ জনপ্রিয়। সেটা নিজের দল বিজেপি বিরুদ্ধে হোক বা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর সমালোচনা টুইটারে পড়েন অনেকে। এমনকী তা নিয়ে সংবাদমাধ্যম খবরও করে। তাই তথাগত রায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন অনেকে।

হঠাৎ হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। আর তার পরই গোটা রাজ্যে জোর আলোড়ন পড়ে গিয়েছে। প্রাক্তন বড়লাটের হঠাৎ কী হল?‌ রবিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে তিনি এখন চিকিৎসাধীন। রাজ্য–রাজনীতির নেতা–নেত্রীরা আজ, সোমবার তাঁকে দেখতে যাবেন বলে সূ্ত্রের খবর।

গতকাল রবিবার রাতে তিনি নিজের বাড়িতেই পড়ে যান। তার জেরে তথাগত রায়ের শিরদাঁড়ায় চিড় ধরেছে বলে খবর। মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়ের এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন নেতা–নেত্রীরা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তবে এই ঘটনার কথা একটি টুইট করে তথাগত রায় নিজেই জানিয়েছেন। তাতে আরও চমকে গিয়েছেন সকলে।

ঠিক কী লিখেছেন তথাগত রায়?‌ রবিবার একটি টুইটে তিনি লিখেছেন, ‘সকলকে জানিয়ে রাখি, রবিবার সকালে খুব বাজে ভাবে পড়ে গিয়েছিলাম। শিরদাঁড়ায় চিড় ধরেছে। তাই হাসপাতালে ভর্তি রয়েছি।’ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তথাগত রায়। আঘাত কতটা গুরুতর তা এখনও জানা যায়নি হাসপাতালের তরফ থেকে। তবে এই টুইটের পর থেকে ফের আলোচনায় উঠে এসেছেন তথাগত রায়।

এখন সক্রিয় রাজনীতিতে নেই তথাগত রায়। তবে রাজনীতি নিয়ে তাঁর সমালোচনা বেশ জনপ্রিয়। সেটা নিজের দল বিজেপি বিরুদ্ধে হোক বা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর সমালোচনা টুইটারে পড়েন অনেকে। এমনকী তা নিয়ে সংবাদমাধ্যম খবরও করে। তাই তথাগত রায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন অনেকে। তাঁর দ্রুত সুস্থতাও কামনা করেছেন বহু মানুষজন টুইটারে। তিনিই একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের কারণ হিসাবে প্রথম তুলে এনেছিলেন কামিনী কাঞ্চনের তত্ত্ব। কেডিএসএ নামকরণ তাঁরই। আবার শহরের নটিরা থেকে জলকেলি মন্তব্য করে বিতর্কও তৈরি করেছিলেন প্রাক্তন বড়লাট। তবে তিনি কতটা সুস্থ হয়ে উঠেছেন এবং কবে বাড়ি ফিরবেন তা শীঘ্রই জানাবে বেসরকারি হাসপাতাল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.