কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলে বিক্রি বাড়ল দ্বিগুণেরও বেশি। রবিবার সন্ধ্যায় ৪৬তম কলকাতা বইমেলার পর্দা পড়ার পর হিসাব বলছে, এবছর বিক্রি ছাড়িয়েছে ৬ লক্ষ টাকা। নগরকেন্দ্রিক সতেচন মানুষের মধ্যে সংগঠনের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতায় খুশি বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য নেতারা।
কলকাতা বইমেলায় এবার বিশ্ব হিন্দু পরিষদের ঠাঁই হয়েছিল ৪০৮ নম্বর স্টলে। আর এবছর প্রতি সপ্তাহান্তে দেড় লক্ষের কাছাকাছি থেকেছে তাদের বিক্রি। প্রথম শনি ও রবিবার ১.৫ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। আর গত শনি ও রবিবার বিক্রি হয়েছে ১.২ লক্ষ টাকার। সব থেকে বেশি বিক্রি হয়েছে, ‘বাঙালিত্বই আমাদের হিন্দুত্ব’, ‘RSS কী ও কেন’-র মতো বই।
বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টলের দায়িত্বে থাকা সৌরীশ মুখোপাধ্যায় বলেন, সচেতন নাগরিকরা ক্রমশ বুঝতে পারছেন এতদিন তাঁরা কোনও ঘটনার একটিমাত্র দিক জানতেন। উলটো দিকটা জানতে তাঁরা আমাদের স্টলে আসছেন। আমাদের বই পড়ে নিজেদের মতামত তৈরি করছেন। সব থেকে বেশি সাড়া পাওয়া গিয়েছে যুবতীদের মধ্যে। তবে যুবকরাও পিছিয়ে নেই। বই বিক্রির সংখ্যাই বলে দিচ্ছে বাংলায় হিন্দুত্বের নবজারগণ হচ্ছে। আগামীতে আমাদের বিক্রি আরও বাড়বে বলে আশা করি।