বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Vineet Goyal meeting Mamata Banerjee: গতরাতেই হয়েছে বদলির ঘোষণা, দুপুরেই মমতার বাড়িতে CP বিনীত গোয়েল

Vineet Goyal meeting Mamata Banerjee: গতরাতেই হয়েছে বদলির ঘোষণা, দুপুরেই মমতার বাড়িতে CP বিনীত গোয়েল

দুপুরেই কালীঘাটে মমতার বাড়িতে CP বিনীত গোয়েল (Hindustan Times)

আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিনীত গোয়েল। রিপোর্ট অনুযায়ী, ১টা ১৫ নাগাদ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে যান বিনীত গোয়েল। দাবি করা হয়, বদলি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই মমতার বাড়িতে দুপুরে যান বিনীত গোয়েল।

সোমবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, মঙ্গল বিকেল ৪টের পর সরানো হবে বিনীত গোয়েল। তিনি পরবর্তী পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। এর আগেই আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিনীত গোয়েল। রিপোর্ট অনুযায়ী, ১টা ১৫ নাগাদ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে যান বিনীত গোয়েল। দাবি করা হয়, বদলি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্যই মমতার বাড়িতে দুপুরে যান বিনীত গোয়েল। (আরও পড়ুন: আরজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জন্যে?)

আরও পড়ুন: রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' পাঁচ তলায় দেখেছিলেন এক নার্স!

উল্লেখ্য, সোমবার রাত প্রায় ১২ টায় কালীঘাটে নিজের বাসভবনের বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার যে দাবি জুনিয়র ডাক্তাররা করেছেন, তা মেনে নেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত কলকাতার পুলিশ কমিশনার পদে থাকবেন বিনীত। তারপর নয়া পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন বিনীত গোয়েল। এদিকে শুধু বিনীত নন, জুনিয়র ডাক্তাররা যাঁদের যাঁদের সরানোর দাবি তুলেছিলেন, তাঁদের প্রায় সকলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েককে সরিয়ে দেওয়া হয়েছে। সরানো হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) অভিষেক গুপ্তাকেও। তবে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে নিজের পদে রেখেছেন। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। (আরও পড়ুন: সত্যি কি ২৭ মিনিটের ফুটেজ দেয় পুলিশ? কথা ঘুরিয়ে CBI-এর ঘাড়ে দোষ চাপালেন সিব্বল)

আরও পড়ুন: 'নির্যাতিতার মা-বাবা কষ্ট পাবেন', স্বাস্থ্যভবনের সামনে 'নাচানাচি' ঘিরে বিতর্ক

তবে বিনীতকে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিনীত নিজেই কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরতে চেয়েছিলেন। তিনি বলেন, '(জুনিয়র ডাক্তারদের) চার নম্বর দাবি ছিল যে সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দিতে হবে। বিনীত নাকি আগেই ওদের কাছে স্বীকার করেছিল যে আমি পদত্যাগ করতে চাই। কারণ আমার মনে হচ্ছে যে তোমরা যখন আমার উপরে আস্থা রাখতে পারছো না, (তাই আমি ইস্তফা দিতে চাই), তোমাদেরও যেমন পরিবার আছে, আমারও আছে। এটা ওরা আমায় মিটিংয়ে বলল। আগামিকাল (মঙ্গলবার) বিকেল চারটের পরে আমরা কলকাতা পুলিশে বদল আনব এবং নয়া সিপিকে দায়িত্বভার দেবে বিনীত। যতক্ষণ না কাল সুপ্রিম কোর্টের শুনানিটা শেষ হচ্ছে, (ততক্ষণ সরানো হবে না)।'

আরও পড়ুন: 'CM-র চিকিৎসক বলে…', মুখ খুললেন 'উত্তরবঙ্গ লবির মাথা' এসপি দাস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুলিশের আরও কয়েকটি রদবদল হবে। বিকেল চারটের পরে তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবেন মুখ্যসচিব মনোজ পন্ত। বিনীত যেখানে চেয়েছেন, তাঁকে সেখানে দায়িত্ব দেওয়া হবে। সেইসঙ্গে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আমরা এটাও বলেছি যে পুলিশ আমাদের ফোর্স। তারা সারাক্ষণ কাজ করে। তাদের দিক থেকেও আমাদের দেখা উচিত।’

 

বাংলার মুখ খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.