এবছর বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দেয়নি।আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তানিয়ে মামলা গিয়েছিল হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টও বিশ্ব হিন্দু পরিষদের আর্জি খারিজ করে গিন্ডের সিদ্ধান্তকেই বহাল রাখে। তবে শেষমেশ তারা বইমেলায় স্টল পেতে চলছে। তবে সংগঠনের নামে নয়, তাদের পত্রিকা ‘বিশ্ব হিন্দু বার্তা’কে স্টল দিতে রাজি হয়েছে গিল্ড। বিশ্ব হিন্দু বার্তাকে ২৪৯ নম্বর স্টল দেওয়ার কথা জানিয়েছেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: কলকাতা বইমেলায় স্টল করতে চেয়ে বিশ্ব হিন্দু পরিষদের আবেদন খারিজ করল হাইকোর্ট
উল্লেখ্য, স্টল না পাওয়ায় বিশ্ব হিন্দু পরিষদের দাবি ছিল, গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন শর্ত জানানো হয়। সেই শর্ত মেনে ৬০০ স্কোয়ার ফুট জায়গার কথা বলে সংগঠনের তরফে আবেদন জানানো হয়। এরপর ১০ জানুয়ারি ইমেল করে জানতে চাওয়া হয়। কিন্তু, গিল্ডের তরফে কিছুই জানানো হয়নি। তাছাড়া গিল্ড তাদের লেখাকে স্পর্শকাতর বলেও দাবি করেছে বলে অভিযোগ ছিল পরিষদের। তারপরেই তারা আদালতের দ্বারস্থ হন। অন্যদিকে, গিল্ডের তরফে দাবি করা হয়, বিশ্ব হিন্দু পরিষদ কোনও পাবলিশার্স নয়, কোনও বুকসেলার্সও নয়। এদের পত্রিকা রয়েছে । যার নাম হল বিশ্ব হিন্দু বার্তা। অথচ বিশ্ব হিন্দু পরিষদের নামে আবেদন জানানো হয়েছে। তাই সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি।
শনিবার ত্রিদিববাবু জানান, অনেক রকম বিতর্ক হচ্ছিল যে গিল্ড বিশ্ব হিন্দু পর্ষদ বিরোধী। তাই বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে যেটা বলে আসছি যে জন্য বিশ্ব হিন্দু পরিষদ আমাদের বিরুদ্ধে মামলাও করেছে। মামলা খারিজও হয়ে গিয়েছে। আমরা একটা জায়গাতেই ছিলাম যে আমরা কোনও সংগঠনকে স্টল দেব না। আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি কিন্তু, বিজেপিকে দিইনি। আমরা তৃণমূল কংগ্রেসকেও স্টল দিইনি। তাদের পত্রিকা জাগো বাংলাকে দিয়েছি। আমরা গণশক্তিকে দিয়েছি। সিপিআইএমকে দিইনি। একইভাবে কংগ্রেস বার্তাকে দিয়েছি, কংগ্রেসকে দেওয়া হয়নি।’ সভাপতির স্পষ্ট বক্তব্য, গিল্ডের তরফে কখনও কোনও রাজনৈতিক দল বা সংগঠনের নামে বইমেলায় স্টল দেওয়া হয় না।
সভাপতি বলেন, ‘আমরা প্রথমেই বিশ্ব হিন্দু পরিষদকে বলেছিলাম আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে আবেদন জমা দিন। গিল্ডের এই মামলা খারিজ হয়ে যাওয়ার পর আমরা তাদের বলেছি আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে স্টল নিতে পারেন। তারপরেই তারা রাজি হয়েছেন।’ ত্রিদিব বাবু জানান, মামলা খারিজ হওয়ার পরেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে প্রতিনিধি বিশ্ব হিন্দু বার্তা নামে আবেদন জমা করেছেন। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। তাদেরকে ফর্ম দেওয়া হয়েছে। তাদের ২৪৯ নম্বর স্টল দেওয়া হচ্ছে। আর এটা খুব ভালো জায়গায় রয়েছে বলে জানান গিল্ড সভাপতি।