বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > খসড়া ভোটার তালিকায় রাজ্য়ে কমল ভোটারের সংখ্যা, সিঁদুরে মেঘ দেখছেন মমতা

খসড়া ভোটার তালিকায় রাজ্য়ে কমল ভোটারের সংখ্যা, সিঁদুরে মেঘ দেখছেন মমতা

প্রতিকি ছবি

এদিন ভোটারের সংখ্যা কমায় কৃষ্ণনগরের সভা থেকে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। তাতে নজিরবিহীনভাবে কমেছে ভোটারের সংখ্যা। প্রায় ১২,৫০০ জন ভোটার কমেছে তালিকায়। ৪ ডিসেম্বর পর্যন্ত এই খসড়া নিয়ে অভিযোগ জানানো যাবে কমিশনে।

তথ্য বলছে, বর্তমানে রাজ্যে ভোটার তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জনের। তা কমে হয়েছে ৭ কোটি ৪২ লক্ষ ২৩৩। অর্থাৎ ভোটারের সংখ্যা কমেছে ১২,৫৭৭ জন। কমিশনের তরফে জানানো হয়েছে, এবার ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭টি নাম তালিকায় সংযোজিত হয়েছে। বাদ গিয়েছে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের। কমিশনের তরফে জানানো হয়েছে, এর মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে। তবে বেশ কিছু ভুয়ো নাম বাদ গিয়েছে।

এদিন ভোটারের সংখ্যা কমায় কৃষ্ণনগরের সভা থেকে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি অনেক জায়গায় ৩০ শতাংশ ভোটারের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা দেখবেন, নিজেদের নাম ভোটার তালিকায় আছে কি না। ভোটার তালিকায় নাম না থাকলে কোনও সুযোগ সুবিধা পাওয়া যাবে না। কন্যাশ্রী - স্বাস্থ্যসাথী কিচ্ছু পাবেন না। রেশন কার্ড থেকে নাম কেটে দেবে’।

ওয়াকিফহাল মহলের মতে ভোটারের সংখ্যা কমে যাওয়ার পিছনে রাজ্যের শিল্পহীনতা ও অর্থনৈতিক অবস্থা অনেকাংশে দায়ী। একদিকে যেমন শিক্ষিত যুবারা চাকরি থেকে বঞ্চিত তেমনই শিল্পের অভাবে রাজ্যে অদক্ষ শ্রমিকের মজুরিও তলানিতে। ফলে অনেকেই পশ্চিমবঙ্গ ছেড়ে দক্ষিণ ও পশ্চিমভারতের স্থায়ী বাসিন্দা হচ্ছেন। এর জেরে রাজ্যে ভোটারের সংখ্যা কমে থাকতে পারে।

 

বন্ধ করুন