‘ওয়াকফ মানে কি? প্রপার্টি অফ আল্লাহ!’ বলেছিলেন ফিরহাদ হাকিম। দাবি বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি এক্স হ্যান্ডেলে। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এদিকে সেই পোস্টে তরুণজ্যোতি জানিয়েছেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কথা মতো ওয়াকফ নাকি প্রপার্টি অফ আল্লাহ। আচ্ছা ফিরহাদবাবুর কথা যদি ধরেই নিই সেক্ষেত্রে ইসলাম তৈরি হয়েছে ১৪০০ বছর আগে। ভারতবর্ষে মুঘল আগ্রাসনের আগে ইসলাম ধর্মের কোনও লোক ছিল না। ভারতবর্ষে সনাতনীদের ভূমিতে প্রপার্টি অফ আল্লাহ আসল কোথা থেকে। ওয়াকফের জালিয়াতি সবাই জানে। যে কোনও সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করে সেটাকে দখল করার কায়দা সবাই জানে। আপনার ধর্মের লোকজন ওয়াকফ প্রপার্টি দখল করে বসে আছে। কী হচ্ছে না হচ্ছে, কী হয়! সবাই জানে। বেকার ফালতু কথা কেন বলছেন। ইসলামে ইতিহাস ভারতে ছিল না। ১৪০০ বছর আগে ইসলামই ছিল না.। তার আবার সম্পত্তি! দাবি তরুণজ্যোতির।
একেবারে ভিডিয়ো বার্তায় তিনি একথা জানিয়েছেন।
তবে তরুণজ্যোতির এই ভিডিয়োর জবাবে জবাবও দিয়েছেন অনেকে। একজন লিখেছেন, মুঘল আক্রমণের আগে গ্রিক সাম্রাজ্যের রাজা আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। তারপর মহম্মদ ঘোরি ভারত আক্রমণ করে। অতএব মুঘল সাম্রাজ্যের আগেই ভারতে ইসলাম ও নানা ধর্মের লোকজন ছিল। অপর একজন লিখেছেন তৃণমূল দলটাই তো মিথ্য়ার প্রচারের উপর দাঁড়িয়ে রয়েছে। ওদের কথার কোনও গুরুত্ব নেই। ভাঁওতাবাজি ওদের শিরদাঁড়ায়। এই দলটার কোনও নীতি নেই। এই দলটা অনেকটা যেমন খুশি সাজো, যা খুশি করো আর যেমন খুশি বলো।
অপর এক নেটিজেন লিখেছেন, সনাতনী হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, বৌদ্ধ, জৈন এইসব কীভাবে সৃষ্টি হল তা আপনার জানা আছে? ভারতের মাটি মানব ধর্মের মাটি। তাই আপনারা সকলেই ধর্মের নামে রাজনীতি বন্ধ করুন।
অপর একজনের প্রশ্ন আপনার মোদী ওয়াকফ আইন বাতিল করেননি কেন? লোক খ্য়াপানোর রাজনীতি বন্ধ করুন। দেশের হিন্দুরা যেদিন ক্ষেপে গিয়ে…
এদিকে এর আগে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেছিলেন, 'সরকারের নিয়ন্ত্রণ বাড়লে ওয়াকফ বোর্ডের ক্ষমতা খর্ব হবে। ওয়াকফ বোর্ডের স্বাধীনতা ক্রমশ কমবে। এদিকে যদি সম্পত্তি নিয়ে কোনও বিতর্ক থাকে তবে বলা হবে যে আমরা এবার মেপে দেখি। আর সেটা মেপে দেখবে বিজেপির মুখ্য়মন্ত্রীরা। আর আপনারা সকলেই জানেন তার ফল কী হতে পারে। '
মিম প্রধান বলেছিলেন, 'দেশে অনেক দরগা রয়েছে যেগুলিকে বিজেপি আর আরএসএস দাবি করে যে এগুলি দরগা আর মসজিদ নয়।