বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভয়াবহ জলযন্ত্রণা কলকাতায়, বৃষ্টির পরে পাম্প চালাতেই ভুলে গেলেন কর্মীরা?

ভয়াবহ জলযন্ত্রণা কলকাতায়, বৃষ্টির পরে পাম্প চালাতেই ভুলে গেলেন কর্মীরা?

শহরের জলযন্ত্রণা (নিজস্ব চিত্র)

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতার বিস্তীর্ণ এলাকায় এখনও কার্যত জল জমে রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে কিছু জায়গায় জল নামতে শুরু করেছে। বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায়। নিউ আলিপুর, বেহালা, সাদার্ন অ্যাভিনিউ, গড়িয়াহাটের অভিজাত এলাকা জলের তলায় চলে যায়। কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হল? কেন বৃষ্টির পরেও জল নামতে এত সময় লেগে গেল? আর সেই জলযন্ত্রণার খোঁজ নিতে গিয়েই উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, চেতলা লক গেটের পাম্পিং স্টেশনে যে ৪টি পাম্প মেশিন রয়েছে তার মাধ্যমে জমা জল খালে ফেলা হয়। অথচ গত ৩৬ ঘণ্টা সেই মেশিন চালানো হয়নি বলে অভিযোগ। পাম্প মেশিন বন্ধ থাকায় জল বের হওয়ার সুযোগ পায়নি। 

এদিকে গোটা ঘটনায় অস্বস্তিতে  কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুর প্রশাসক মণ্ডলীর সদস্য় তারক সিং জানিয়েছেন, ‘কোথাও তো একটা গাফিলতি রয়েছে। নইলে এত বড় ঘটনা কীভাবে ঘটল?’ ইতিমধ্যেই চেতলা লকগেটের নিকাশি পাম্প স্টেশন পরিদর্শন করেছেন তিনি। কেন এই ধরণের পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়েও জানতে চান তিনি। গোটা বিষয়টি নিয়ে তিনি পাম্প স্টেশনে কর্মরত কর্মীদের ধমকও দেন। প্রশ্ন উঠছে তবে কী পাম্প চালাতে ভুলেই গিয়েছিলেন কর্মীরা?

তবে পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবার ওয়াটগঞ্জ, মোমিনপুর, খিদিরপুর এলাকায় প্রায় ১৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরে জলমগ্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকদের মতে. পরিস্থিতি যেদিকে গিয়েছে তাতে আগামী দিন দুয়েক লাগবে এই জল নামতে। সময়মতো জল বের করার উদ্যোগ নিয়ে পরিস্থিতি হয়তো এতটা খারাপ হত না, এমনটাই মত পুরসভার আধিকারিকদের একাংশের।

 

বাংলার মুখ খবর

Latest News

সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.