বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: বাংলাদেশি জঙ্গি-নিশানায় শুভেন্দু? বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি একমাস আগেই! আজ জবাব দিল সচিবলায়

Suvendu Adhikari: বাংলাদেশি জঙ্গি-নিশানায় শুভেন্দু? বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি একমাস আগেই! আজ জবাব দিল সচিবলায়

শুভেন্দু অধিকারী। (File Photo - PTI)

বিধানসভার সচিবালয়ের তরফে ডেপুটি সেক্রেটারি তাঁর জবাবি চিঠিটি পাঠিয়েছেন শুভেন্দুর ব্যক্তিগত সচিব প্রদীপকুমার চট্টোপাধ্য়ায়ের উদ্দেশে। গত ৭ ফেব্রুয়ারি (২০২৫) বিধানসভার সচিবালয়ের প্রধান সচিবকে একটি চিঠি পাঠিয়েছিলেন প্রদীপ - তার প্রেক্ষিতে।

আজই (বুধবার - ১২ মার্চ, ২০২৫) বিধানসভার অন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এমনকী, তাঁর অভিযোগ - বিধানসভার ভিতর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুন পর্যন্ত করা হতে পারে! আর, এদিকে আজই বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিবকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হল - বিধানসভার অভ্যন্তরের এবং বিধানসভা চত্বরের নিরাপত্তাব্যবস্থা যথেষ্টই পোক্ত। তাই সেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশের অনুমতি দেওয়ার কোনও প্রয়োজন নেই।

আজ, বিধানসভার সচিবালয়ের তরফে ডেপুটি সেক্রেটারি তাঁর জবাবি চিঠিটি পাঠিয়েছেন শুভেন্দুর ব্যক্তিগত সচিব প্রদীপকুমার চট্টোপাধ্য়ায়ের উদ্দেশে। গত ৭ ফেব্রুয়ারি (২০২৫) বিধানসভার সচিবালয়ের প্রধান সচিবকে একটি চিঠি পাঠিয়েছিলেন প্রদীপ - তার প্রেক্ষিতে।

সেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে উগ্রপন্থা ও কট্টরপন্থা মাথাচাড়া দিয়েছে। এর জেরে হিজব-উত-তহরির (হিজবুত) এবং হরকত-উল-জিহাদ-আল-ইসলামি বাংলাদেশ (হুজি-বি) -এর মতো উগ্রপন্থী সংগঠনগুলি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করতে পারে।

প্রদীপ আরও উল্লেখ করেন, সম্প্রতি এ রাজ্যের পুলিশও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে জাভেদ মুন্সি নামে এক সম্ভাব্য জঙ্গিকে গ্রেফতার করে। এছাড়াও, প্রতিবেশী রাজ্য অসমের পুলিশবাহিনীর এসটিএফ এপার বাংলার মুর্শিদাবাদ থেকে নিষিদ্ধ সংগঠন আনসারউল্লাহ-বাংলা টিম (এবিটি) দুই সদস্যকে গ্রেফতার করে।

পাশাপাশি, সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফেও রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে। এই প্রেক্ষাপটে শুভেন্দুর ব্যক্তিগত সচিবের দাবি ছিল, বিরোধী দলনেতার নিরাপত্তার স্বার্থে বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমতি দেওয়া হোক। যে অনুমতি বর্তমানে নেই।

গত ৭ ফেব্রুয়ারির সেই চিঠির জবাব আজ দেওয়া হয়েছে বিধানসভার সচিবালয়ের তরফ থেকে। তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পদাধিকার বলে বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারই হলেন হাউসের এবং গোটা চত্বরের সর্বেসর্বা।

তাঁর নির্দেশ অনুসারে, ইতিমধ্যেই বিধানসভার 'মার্শাল কাম সিকিউরিটি অফিসার' বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে কঠোর নিরাপত্তা বলয় নির্মাণ করেছেন। এই কাজে তাঁকে সাহায্য করছেন - ডেপুটি মার্শাল, ডেপুটি সিকিউরিটি অফিসার এবং বিধানসভার অভ্যন্তরীণ নিরাপত্তাক্ষীরা। উপরন্তু, কলকাতা পুলিশ ৭০ জন সদস্যও অধিবেশন চলাকালীন মোতায়েন থাকছেন। তাই আলাদা করে যে কেন্দ্রীয় বাহিনীকে বিধানসভা চত্বরে ঢুকতে দেওয়ার কোনও প্রয়োজন নেই, সেটা এদিনের এই চিঠিতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে।

শুভেন্দুর ব্যক্তিগত সচিবের বক্তব্য ছিল, যদি কেন্দ্রীয় বাহিনীকে বিধানসভায় ঢোকার অনুমতি না দেওয়া হয়, আর তার ফলে যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনও অঘটন ঘটে যায়, তাহলে স্পিকারকেই তার দায় নিতে হবে।

তাই, কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে 'পূর্ণ সহযোগিতা' পাওয়ার আশা প্রকাশ করেছিলেন শুভেন্দুর ব্যক্তিগত সচিব। ঠিক, একইভাবে এদিনের জবাবি চিঠিতেও তাঁর কাছ থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে 'পূর্ণ সহযোগিতা' পাওয়ার আশা করা হয়েছে!

বাংলার মুখ খবর

Latest News

তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল শুল্ক ইস্যুতে চিন-কানাডার সঙ্গে একসারিতে ভারতকে রাখবে না আমেরিকা, দাবি রিপোর্টে কর্কট রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল মিথুন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল বৃষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল মেষ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৭ মার্চের রাশিফল মতুয়াদের পুণ্যস্নান আজ, তার আগে 'বোধদয়', বারুণী মেলায় মমতাবালর সঙ্গেই শান্তনু খুশির ইদে বন্ধু থেকে পরিজন সকলকে জানান ইদ মোবারক! রইল সেরা কিছু শুভেচ্ছাবার্তা

IPL 2025 News in Bangla

সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR হাইলি সাসপিশাস! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা IPL-র আগে সুপার ফিট RR vs KKR- ‘আজ NRR নয়, দলের জয় দরকার ছিল’ স্লো ইনিংস নিয়ে মুখ খুললেন ডি কক! IPL Points Table: RR-কে হারিয়ে ছয়ে উঠল KKR,লাস্টবয় এখন রাজস্থান,শীর্ষে রয়েছে কে? 'ইচ্ছা করে ২ ওয়াইড করে ডি'ককে ১০০ করতে দিলেন না আর্চার', খেপে লাল KKR ফ্যানরা KKR vs RR- জয়ে ফিরল নাইট রাইডার্স! বরুণ-মইনের স্পিন জাদুর পর দলকে জেতালেন ডি কক ‘কিছু ৯৭ সেঞ্চুরির থেকেও দামি’, শ্রেয়স শতরান হাতছাড়া করায় আক্ষেপ নেই প্রীতির IPL 2025র হিন্দি কমেন্ট্রি নিয়ে বিরক্ত ফ্যানরা! জবাবে ভাজ্জি বললেন, ‘খতিয়ে দেখব’ ব্যর্থ ব্যাটিং, ১৫১ রানেই শেষ RR-এর ইনিংস, তবে স্বস্তি দিচ্ছে পুরনো পরিসংখ্যান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.