বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌অভিযোগ করার স্বাধীনতা আছে, প্রমাণ করার দায় নেই’‌, বিধানসভায় দাঁড়িয়ে আক্ষেপ মানিকের

‘‌অভিযোগ করার স্বাধীনতা আছে, প্রমাণ করার দায় নেই’‌, বিধানসভায় দাঁড়িয়ে আক্ষেপ মানিকের

মানিক ভট্টাচার্য।

আজ এখানে যখন মানিক ভট্টাচার্য এসেছিলেন তখন তাঁকে ফুরফুরে মেজাজে দেখা গেল। সকলের সঙ্গেই হেসে কথা বললেন। দু’বছরের ব্যবধানে আজ এলেন তিনি বিধানসভাতে। তবে এখানে বারবার মানিকবাবুর গলায় আক্ষেপ ধরা পড়ল ইডি ভূমিকা নিয়ে। গত ১২ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পান মানিক ভট্টাচার্য।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এখন জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তাই নিজের বিধানসভা এলাকায় এসে ঘুরে গিয়েছেন। এবার আজ, মঙ্গলবার এলেন রাজ্য বিধানসভায়। তিনি পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। তাই বিধানসভায় এসে কিছু খোঁজখবর নিলেন। আর দেখা করে গেলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিধানসভার সাব অর্ডিনেট লেজিসনেশন কমিটি এবং উচ্চশিক্ষা কমিটিতে আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কিন্তু জেলে বন্দি থাকার জেরে সে কমিটিতে এখন আর তাঁর নাম আছে কিনা সেটা জানতেই এসেছিলেন মানিক।

এদিকে বিধানসভার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এই বিধায়ক। বিশ্বকর্মা পুজো আজ। তাই এই দিনটিই বেছে নিয়েছেন মানিক ভট্টাচার্য বিধানসভায় আসার জন্য। নিয়োগ দুর্নীতি মামলায় টানা ২৩ মাস জেলে ছিলেন মানিক ভট্টাচার্য। এবার জামিনে মুক্তি পেয়েছেন পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। শনিবার দুপুরে তিনি নিজের বিধানসভা এলাকায় আসেন। আর আজ, মঙ্গলবার এলেন বিধানসভায়। তবে জেলে থাকলেও বিধানসভার সদস্য থাকায় কোনও কমিটি থেকেই বাদ পড়েনি মানিকের নাম। যদিও এই কমিটি বৈঠকের জন্য নির্ধারিত ভাতা পাননি মানিক। আগামী সপ্তাহ থেকেই বিধানসভার কমিটি বৈঠকে যোগ দেবেন পলাশীপাড়ার বিধায়ক।

আরও পড়ুন:‌ টালা থানার ওসিকে সিবিআইয়ের গ্রেফতার কি ত্রুটিপূর্ণ? কলকাতা পুলিশের অন্দরে চর্চা

অন্যদিকে দু’‌দিন আগে নিজের বিধানসভা এলাকা পলাশীপাড়ায় আসেন মানিকবাবু। এখানে দলের নেতা–কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর নেতা–কর্মীদের নিয়ে যান হরনগরে। সেখানে একটি পথসভা করে জমির দখল নিয়ে বিবাদের জেরে খুন হওয়া তৃণমূল কংগ্রেস কর্মী জহিদুল শেখের বাড়িতে যান মানিক ভট্টাচার্য। আর ওই সভা থেকেই জহিদুলকে ‘শহিদ’ বলে তকমা দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু মানিক ভট্টাচার্য আবার পুরনো ফর্মে ফেরার চেষ্টা করছেন বলে সূত্রের খবর। তাই বিধানসভা এলাকায় এবার সোজা চলে আসেন বিধানসভার অন্দরে।

এছাড়া আজ এখানে যখন মানিক ভট্টাচার্য এসেছিলেন তখন তাঁকে ফুরফুরে মেজাজে দেখা গেল। সকলের সঙ্গেই হেসে কথা বললেন। দু’বছরের ব্যবধানে আজ এলেন তিনি বিধানসভাতে। তবে এখানে বারবার মানিকবাবুর গলায় আক্ষেপ ধরা পড়ল ইডি ভূমিকা নিয়ে। সূত্রের খবর, সেখানেও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মানিক। এখানেই আক্ষেপের সুরেই নাকি বলেছেন, ‘‌অভিযোগ করার স্বাধীনতা আছে। প্রমাণ করার দায় নেই।’‌ গত ১২ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পান মানিক ভট্টাচার্য।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.