করোনা আবহে গত দুই বছরে রাজ্য, দেশ, গোটা বিশ্বে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। তবে এর মাঝেও বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে এসেছেন যে এই কঠিন সময়েও রাজ্যে বেকারত্ব হার দেশের গড়ের চেয়ে কম বলে দাবি করে এসেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে এদিন রাজ্য বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী জানালেন যে রাজ্যে সরকারের তরফে কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। এদিন বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কয়েক কোটি কর্মসংস্থান তৈরি করব আমরা।’
এদিন মুখ্যমন্ত্রী জানান, করোনাকালেও পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বেড়েছে। পাশাপাশি বাজেটে বরাদ্দও বেড়েছে বলে জানান মমতা। তিনি বলেন, ‘সামাজিক প্রকল্পে রাজস্ব ১০ গুণ বরাদ্দ বেড়েছে। বাজেটে বরাদ্দ আট গুণ বেড়েছে। উচ্চশিক্ষায় বরাদ্দ ২৫ শতাংশ বেড়েছে। কৃষিতে বরাদ্দ বেড়েছে ১১.৩ গুণ। স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ১৯.৩ গুণ।’
এদিকে কৃষি ও কৃষি বিপণনে প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা হয়েছে আজকের বাজেটে। বাজেট পেশের সময় অর্থ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কৃষি বিপণনে ৪০৩.৩০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হচ্ছে। পাশাপাশি কৃষিক্ষেত্রে আরও ৯ হাজার ৩১০.২০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব করেন তিনি। তিনি জানান, কৃষি ক্ষেত্রে রাজ্যের বরাদ্দ ১১.৩ গুন বেরেছে। জানানো হয়, কৃষকদের সাহায্য করতে চালু হওয়া কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে ৭৮ লক্ষ কৃষক লাভবান হয়েছেন।