আজ পশ্চিমবঙ্গের বিধানসভায় পেশ হল রাজ্য বাজেট। বাজেটে বড় ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ফ্ল্যাট-বাড়ি কেনাবেচার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান যে রাজ্যে সিএনজি চালিত গাড়ি কেনা হলে মালিককে দু'বছর রোড ট্যাক্স দিতে হবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, সিএনজি চালিত গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও ছাড় দেবে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে রাজ্য বাজেটে বাংলার শহর এবং পুরএলাকাগুলির উন্নয়নের জন্য ১২ হাজার ৮১৮ কোটি ৯৯ লক্ষ টাকার প্রস্তাব করা হয়েছে। তাছাড়া মমতা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্য বাজেটে ১ কোটি টাকার সাহায্যের প্রস্তাব করা হয়েছে।
এদিকে মমতা এদিন জানান, রাজ্য বাজেটে বাংলার উপজাতিদের এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের উন্নয়নের জন্য যথাক্রমে ১ হাজার ৮৯ কোটি ৭৮ লক্ষ টাকা এবং ২ হাজার ১৭৮ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে ৫ হাজার ৪ কোটি ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মমতা। তাছাড়া সার্বিক ভাবে শিক্ষাক্ষেত্রে বরাদ্দের কথা ঘোষণা করতে গিয়ে মমতা জানান, স্কুল শিক্ষা ক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লক্ষ টাকা, প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ১ হাজার ২৮৬ কোটি টাকা, গণ শিক্ষা সম্প্রসার এবং গ্রন্থাহার পরিষেবার জন্য ৩৮৭ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।