লাগাতার আন্দোলন আর সেখান থেকে হিংসায় তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। যার জেরে প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে। আর পদ্মাপারের দেশে এখন তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার। যার প্রধান নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুস। যিনি শুরুতেই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন। আজ, নৈরাজ্য থেকে মুক্তি দিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘প্রতিবেশী রাষ্ট্র ভাল থাকলে আমরাও ভাল থাকব।’
এদিকে বাংলাদেশের এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে ওখানে থাকা হিন্দুরা ভারতে চলে আসার তোড়জোড় শুরু করেছিলেন। সংঘর্ষ, হানাহানি, লুঠপাট, অগ্নিসংযোগের জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশ। আর আজ সেখানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অধ্যাপক মহম্মদ ইউনুস সহ বাংলাদেশে যাঁরা কার্যভার গ্রহণ করেছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।’
অন্যদিকে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে রয়েছেন। আবার তিনি বাংলাদেশে ফিরবেন বলে তাঁর ছেলে জয় জানিয়েছেন। কিন্তু গোটা বাংলাদেশে এখন হাসিনা বিরোধী হাওয়া বইছে। সেখানে শান্তি–সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত জরুরি। তাই বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক–এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো।’ এই শুভেচ্ছা বার্তা প্রতিবেশীর থেকে পেয়ে অত্যন্ত খুশি ইউনুস।
আরও পড়ুন: বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় অভিষেক, এক ফ্রেমে আজ এলেন অনেকেই
কিন্তু বাংলাদেশে এখন শান্তি ফেরানো, মানুষের জীবন–জীবিকা–সম্পদের রক্ষা করা অত্যন্ত জরুরি কাজ। সেটা করা খুব সহজ কাজ নয়। কিন্তু সেটা করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাবে। ইতিমধ্যেই সেখানকার সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই বাংলার মুখ্যমন্ত্রী লিখলেন, ‘আশা করি, খুব শীঘ্রই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।’