দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ২৭ বছর পর রাজধানী দখল করেছে বিজেপি। গত দু’বার বিধানসভা নির্বাচনে আপ যে ঝাড়ু দিয়ে সবাইকে সাফ করেছিল এবার তাদেরই সরে যেতে হয়েছে গেরুয়া শিবিরের ধাক্কায়। তবে এই নির্বাচনে বিজেপির বিরাট কোনও কৃতিত্ব নেই। কারণ কংগ্রেস যে ভোট শতাংশ পেয়েছে সেটা আপের সঙ্গে যোগ করলে বিজেপির ক্ষমতায় আসা অধরাই থাকত। আপের সঙ্গে কংগ্রেসের সংঘাতই এমন ঘটনা ঘটিয়েছে। ইন্ডিয়া জোটের দুই শরিক দলের দূরত্বের সুযোগ নিয়েছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সে কথাই জানালেন বিধানসভায়।
এদিকে কংগ্রেস এবং আম আদমি পার্টি নিজেদের মধ্যে সমঝোতা করেনি। আর তাই দিল্লি নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। আজ, সোমবার এমন মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই ফলাফলের জন্য ইন্ডিয়া জোটের দুই শরিককে সমানভাবে দায়ী করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আজ অধিবেশন শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লির নির্বাচনে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত, তাহলে এই ফল হতো না। আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হতো না।’
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার সময়ই উঠল প্রসব–যন্ত্রণা, তড়িঘড়ি হাসপাতালে পাঠাতেই সমাধান
অন্যদিকে আগামী বছর (২০২৬) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে। দিল্লির ভোটে জিতে এখন বিজেপি নেতারা বলছেন, তাঁরা বাংলায় ক্ষমতায় আসবেন। খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় দাঁড়িয়ে সেই কথাই বলেছেন। যার জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে বাংলায় কারও সঙ্গে জোটের প্রয়োজন নেই মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘বাংলায় আমাদের কারও প্রয়োজন নেই। আমরা ২০২৬ সালে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আবার ক্ষমতায় আসব। দিল্লির নির্বাচনে কয়েক শতাংশের হেরফেরে ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে। কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এটা হতো না।’
এছাড়া দিল্লির জয়ের খবরে উচ্ছ্বসিত হয়ে বঙ্গ বিজেপির নেতারা বলতে শুরু করেছেন, এবার দিল্লির পথে হাঁটবে বাংলাও। যেভাবে কেজরিওয়ালের অহংকারের পতন হয়েছে একইভাবে বাংলাতেও তৃণমূল কংগ্রেসের পতন ঘটবে। এই নিয়ে কুণাল ঘোষ আগেই বলেছেন, দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই। ২০২৬ সালের বাংলা থেকে ২৫০ আসনেরও বেশি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ফলাফলের পর দুই দলকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অউর লড়ো আপস মে।’