বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বিধানসভা যাবেন বলে। কিন্তু কিছুদূর গিয়েই থেমে গেল তাঁর কনভয়। কারণ আজ, মঙ্গলবার বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের একটি স্কুলে ঢুকে পড়ল তাঁর কনভয়। এটা অবশ্য তাঁর বিধানসভা কেন্দ্র। হ্যাঁ, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই স্কুলে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি। কেমন হচ্ছে পরীক্ষা? এই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীই। অভিভাবকরা তাঁদের সাধ্যমত উত্তর দিতে থাকেন। শুভেচ্ছা বিনিময়ও করেন তাঁদের সঙ্গে। পড়ুয়াদের পরীক্ষা যাতে ভাল হয় সেই শুভকামনাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে জীবনের প্রথম বড় পরীক্ষা টেনশন তো থাকবেই। এই পরীক্ষার মাঝেই স্কুলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে অপেক্ষমান অভিভাবকদের সঙ্গে কথা বললেন। তাঁদের টেনশনও দূর করলেন। পরীক্ষা ভাল হবে বলে আশ্বাস দেন তিনি। তাতে অনেকটা মনে বল পান অভিভাবকরা। এমন সময় মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে স্বাগত জানান স্কুলের প্রিন্সিপাল। দক্ষিণ কলকাতার এটি বেশ পুরনো স্কুল। সেটির সংস্কার নিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা শেষ হলে কাজের তালিকা তৈরি করে তাঁকে পাঠানোর পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী স্কুলটির সংস্কার নিয়ে পদক্ষেপ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: দু’সপ্তাহ পর আজ উদ্ধার দত্তপুকুর হত্যাকাণ্ডের কাটা মুন্ডু, হজরত খুনে নয়া মোড়
অন্যদিকে পরীক্ষা শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে খুশি হয় পরীক্ষার্থীরাও। তাঁকে প্রণাম করে আশীর্বাদ নেন। আর সকলেই প্রায় জানিয়ে দেয়, পরীক্ষা খুব ভাল হয়েছে। তাতে মাথায় হাত রেখে ছাত্রীদের আশীর্বাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পরীক্ষার্থীদের বলেন, ‘খুব ভাল হবে পরীক্ষা। একদম চিন্তা করো না। তোমরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ।’ বেলা ১টার পর বিধানসভা যাওয়ার জন্য বেরিয়ে মুখ্যমন্ত্রী যান ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে। সেখানে তখন চলছিল মাধ্যমিক পরীক্ষা এবং অনেক অভিভাবকরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে স্কুলের প্রিন্সিপাল লীনা জর্জের সঙ্গেও কথা বলেছেন তিনি।
এছাড়া প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষার সময়ে স্কুল ‘ভিজিটে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা চলাকালীনই যান তিনি। দূর থেকে সামগ্রিকভাবে পরীক্ষার হলগুলিতে একবার চোখ বুলিয়ে নেন তিনি। এই বছরও সেটার ব্যতিক্রম হল না। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, তিনি চান সকলের পরীক্ষা খুব ভাল হোক। প্রত্যেকে ভাল ফল করুক। অভিভাবকদেরও বেশি চিন্তা করতে বারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিভাবকদের বলেন, ‘আগে তো ৪০ নম্বরও পাওয়া কঠিন ছিল। এখন নম্বর তোলা অনেক বেশি সহজ হয়েছে। সকল পরীক্ষার্থীর পরীক্ষা ভাল হবে এবং প্রত্যেকে ভবিষ্যতে আরও বড় জায়গায় যেতে পারবে।’