বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌নির্ভয়ে তেলাপিয়া মাছ খান’‌, বাজার কমিটির বৈঠক থেকে গুজব উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

‘‌নির্ভয়ে তেলাপিয়া মাছ খান’‌, বাজার কমিটির বৈঠক থেকে গুজব উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ধরনের গুজব কারা রটিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তেলাপিয়া মাছ খেলে ক্যানসারের কোনও সম্ভাবনা নেই বলেই মঙ্গলবার একটি বৈঠক থেকে জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিজেদের মধ্যে আলোচনা সেরে অফিসাররা জানিয়ে দেন, এরকম কোনও তথ্যপ্রমাণ এখনও নেই।

সবজি বাজার করতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্তরা। গৃহস্থরা এই আগুন বাজারদর দেখে ব্যাগ খালি রেখেই বাড়ি ফিরছেন। অনেকেই আবার মাছ, ডিমের দিকে ঝুঁকছেন। মাছের মধ্যে তেলাপিয়ার দাম খানিকটা সস্তা। কিন্তু এই মাছ খেলে নাকি ক্যানসার হয়। এটাই বাজারে কেউ বা কারা গুজব ছড়িয়ে দিয়েছে। আর সে কথা কানে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর। তাই আজ, মঙ্গলবার বাজার কমিটির সঙ্গে বৈঠকের পর এই গুজবে কান না দিয়ে তেলাপিয়া মাছ নির্ভয়ে খাওয়ার অভয় দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই ধরনের গুজব কারা রটিয়েছে, সে ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তেলাপিয়া মাছ খেলে ক্যানসারের কোনও সম্ভাবনা নেই বলেই মঙ্গলবার একটি বৈঠক থেকে জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বৈঠক চলাকালীন মৎস্য দফতরের অফিসারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘আমেরিকান কই কি ক্ষতি করছে? আমার কাছে কিছু খবর আছে। ইস ইট ফ্যাক্ট? আমেরিকান কই, যেটাকে বলে তেলাপিয়া। ওটা মানুষ বেশি খায়। তেলাপিয়ায় শরীরের দিক থেকে কোনও নেগেটিভ ইমপ্যাক্ট আছে কি?’ সেখানে উপস্থিত সরকারি অফিসার থেকে কর্তারা আলোচনা শুরু করেন নিজেদের মধ্যে।

আরও পড়ুন:‌ রাজ্যপালের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় নয়া মোড়, নির্যাতিতার বিবৃতি প্রকাশ করলেন কুণাল

অন্যদিকে নিজেদের মধ্যে আলোচনা সেরে অফিসাররা জানিয়ে দেন, এরকম কোনও তথ্যপ্রমাণ এখনও নেই। যা শুনে চমকে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, ‘‌কারা রটালো যে তেলাপিয়া মাছ খেলে ক্যানসার হয়? আমিও তো এতদিন তাই জানতাম। এটা কেউ রটাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। নির্ভয়ে তেলাপিয়া মাছ খান। এই মাছ খেলে ক্যানসার হয় না। তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যা খবর রটিয়েছে, তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি? তেলাপিয়া মাছটা বড় হয়। মানুষের খেয়ে পেট ভরে।’‌

এছাড়া রাজ্যের ‘জল ভরো, জল ধরো’ প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার জন্যও অফিসারদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‌হায়দরাবাদ থেকে মাছ না এনে আমরা কীভাবে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি সেটা দেখতে হবে। এই বছরের ডিসেম্বর মাসে ডিম নিয়ে আমরা আত্মনির্ভর হয়ে যাব। তাহলে মাছের ক্ষেত্রেও আমরা আত্মনির্ভর হতে পারব না কেন?‌ তেলাপিয়া মাছ নিয়ে যারা রটিয়েছে চালাকি করে, তাদের মধ্যে নিশ্চয়ই একটা দুষ্ট চক্র আছে। তেলাপিয়া মাছ খেলে কোনও নেগেটিভ কিছু হবে না। তোমরা এটা অলরেডি টেস্ট করেছ।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য… বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.