বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আবার শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌, লোকসভা নির্বাচন মিটতেই সরগরম কালীঘাট

আবার শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ‘‌জনতার দরবার’‌, লোকসভা নির্বাচন মিটতেই সরগরম কালীঘাট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Hindustan Times)

‘‌জনতার দরবার’‌ করে একদিকে জনসংযোগ অপরদিকে শহরাঞ্চলের ভোট কমে যাওয়ার কারণ একলপ্তে জেনে নিতে পারবেন মুখ্যমন্ত্রী। নবান্নে গিয়ে মানুষজন অভিযোগ জানাতে পারেন। তার জন্য একটি সেল রয়েছে। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে হেল্পলাইন নম্বরও চালু করেন মুখ্যমন্ত্রী। সেখানেও বাংলার মানুষজন ফোন করে সমস্যার কথা জানান।

লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। ঘাসফুলের ঝড় দেখা গিয়েছে গোটা বাংলায়। তা বলে আত্মতুষ্টিতে ভুগে থেমে থাকতে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আবার শুরু হয়েছে কালীঘাট মিলন সংঘ ক্লাবে ‘‌জনতার দরবার’‌। মানুষের সমস্যা শুনে তাঁদের সমাধানের রাস্তা দেওয়াই মুখ্যমন্ত্রীর কাজ। সেই কাজ থেমে থাকছে না। লোকসভা নির্বাচন চলাকালীন তা বন্ধ রাখতে হয়েছিল। এবার আবার তা খুলে গেল। ফলে নানা প্রান্তের মানুষ আসছেন তাঁদের সমস্যা, অভাব, অভিযোগ জানাতে। আর সেসব শুনে সহযোগিতা করা হচ্ছে। এখানে প্রশাসনিক অফিসাররাও থাকছেন। যাঁরা মানুষের সমস্যা শুনে সহযোগিতা করছেন।

আর দলের কোনও বিষয় থাকলে বা কেউ চিঠিপত্র দিলে সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল ভবনে। যে কাজ দল করতে পারবে সেটার জন্য মানুষকে বলে দেওয়া হচ্ছে তৃণমূল ভবনে গিয়ে যোগাযোগ করতে। রবিবার থেকে বসতে শুরু করেছে জনতার দরবার। প্রায় একহাজারের বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। এখানে এসে তাঁরা জানিয়ে গিয়েছেন নানা কথা। সেগুলির সমাধানের কাজও চলছে। এই কাজের মধ্যে দিয়ে ব্যাপক আকারে জনসংযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে কথা বলতে খুব ভালবাসেন। সেটা শহরে এবং জেলায় যখনই রাস্তায় নেমেছেন তখনই মানুষের সঙ্গে কথা বলেছেন। জেনে নিয়েছেন সমস্ত তথ্য।

আরও পড়ুন:‌ আবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে, ম্যাকাউটের অডিট রিপোর্টে বিস্তর গড়মিল, তঙ্গে আলোড়ন

এবার এই ‘‌জনতার দরবার’‌ করে একদিকে জনসংযোগ অপরদিকে শহরাঞ্চলের ভোট কমে যাওয়ার কারণ একলপ্তে জেনে নিতে পারবেন মুখ্যমন্ত্রী। নবান্নে গিয়ে মানুষজন অভিযোগ জানাতে পারেন। কারণ তার জন্য একটি সেল রয়েছে। আবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে হেল্পলাইন নম্বরও চালু করেন মুখ্যমন্ত্রী। সেখানেও বাংলার মানুষজন ফোন করে নানা সমস্যার কথা জানান। উপকৃতও হয়েছেন এভাবে বহু মানুষ। সারা বছর জনসংযোগ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ–বিধায়ক–নেতা–মন্ত্রীদের মানুষের পাশে থাকার কথাই বলে থাকেন মুখ্যমন্ত্রী। এবার যা আগে করতেন সেই কাজ শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রত্যেক রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কালীঘাট মিলন সংঘে বসছে জনতার দরবার। মানুষজন এখানে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন। এখানে সমস্যা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। প্রচুর মানুষ হাজির হয়ে এখানে নিজেদের সমস্যা মিটিয়ে যাচ্ছেন। অভিযোগের কাগজপত্র খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থাও করা হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি প্রত্যেক রবিবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির থাকছেন। এমনকী এখানে থেকে মানুষের জন্য কাজ করছেন শান্তনু সেনও।

বাংলার মুখ খবর

Latest News

ছোট্ট মেয়েদের পাত পেড়ে খাওয়ালেন, দিলেন ১০টাকার নোট, কন্যা পুজো করলেন অঙ্কিতা দলীপ ও ইরানির মঞ্চে পরপর ৩টি শতরান! ভারতীয় দলে শিকে ছিঁড়বে? কী ভাবছেন ঈশ্বরন? ভারতের বিপদ হতে হবে না মলদ্বীপ! প্যাঁচে পড়তেই সুর নরম চিনের ‘বন্ধু’ মুইজ্জুর? 'অভিযুক্ত মুসলমান বলে মমতার ভোটব্যাঙ্ক বাঁচাতে পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে' দশমীতে লাক, দীপবলিতে ডবল লাক! শনির ঘরবদলে ৪ রাশির ভাগ্য বদলাবে ‘উৎসবে না উৎ-শবে?’! লাল-সাদা পঞ্জাবিতে দুর্গা পুজোয় ঢাক বাজাচ্ছে সায়ন, হল ট্রোল জয়শংকরের ফ্যান পাকিস্তানও? সরকার-বিরোধী বিক্ষোভে ‘আমন্ত্রণ’ ইমরানের দলের, বিতর্ক কোনও সুপারস্টার নন, ডু'প্লেসিদের প্রথমবার CPL চ্যাম্পিয়ন করালেন আমেরিকার ব্যাটার ‘জুনিয়র ডাক্তারদের বায়ো টয়লেট তুলে নেওয়া হয়েছে, এদিকে পুলিশের বায়ো টয়লেট রয়েছে’ IPL রিটেনশনে মায়াঙ্ক-নীতীশের দাম ছুঁল ১১ কোটি! জাতীয় দলে খেলা শাপ নাকি বর হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.