হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নাম করার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তিনদিনের দিঘা সফরে গেলেন মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে আসেন মুখ্যমন্ত্রী। আজ পূর্ব মেদিনীপুর রওনার আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার ডিএম’কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে বাংলাদেশ প্রসঙ্গে ভারত সরকার যা করবে তার উপরই ভরসা রাখা হবে বলে জানান। এই নিয়ে বাড়তি কথা বলতে চাননি তিনি।
এদিকে ২০২০ সালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নামকরণ প্রয়াত কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হাওড়ায় একটি রাস্তার নামও বদলে দিলেন মুখ্যমন্ত্রী। নতুন নামকরণ করা হল, শৈলেন মান্নার নামে। ড্রেনেজ ক্যানাল রোডের ধারেই ডুমুরজলা স্টেডিয়াম। সেই রাস্তার নামই শৈলেন মান্না সরনি করতে প্রশাসনকে নির্দেশ দেন। তারপর হেলিকপ্টারে করে দিঘায় এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জেলা সফরে সৈকত শহর দিঘায় এসে পৌঁছলেন তিনি। আজ বিকেল ৩টে নাগাদ নিউ দিঘা হেলিপ্যাড ময়দানে নামেন।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের দ্বারস্থ দেউচা–পাঁচামির জমিদাতারা, কী দাবি নিয়ে মানুষের জমায়েত?
অন্যদিকে আজ দিঘা সফরে আসার প্রাক্কালে হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই নামের ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে নির্দেশ দেন, ‘হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের সংস্কার করতে হবে এবং রাস্তার চারপাশে সৌন্দর্যায়ন করতে হবে। রাস্তার পাশে কিছু দোকান বসানোর অনুমতি দিতে হবে। তবে যেন কোনও সমস্যা না হয়।’ গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন প্রশাসনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পৌঁছতেই কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ওঠে। গাড়িতে করে মুখ্যমন্ত্রী যান ওল্ড দিঘার দীঘিতে। আগামীকাল, বুধবার জগন্নাথ মন্দির দর্শনে যাবেন বলে ঘোষণা করেন তিনি। সঙ্গে প্রশাসনিক বৈঠকও করবেন।
এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, যদি হাওড়ার অন্য কোনও রাস্তার নাম শৈলেন মান্নার নামে না থাকে তাহলে এই রাস্তাটির নাম ড্রেনেজ ক্যানেল রোডের পরিবর্তে কিংবদন্তী ফুটবলারের নামে রাখা হোক। ফুটবলারদের কাছে শৈলেন মান্না আজও একটা আবেগের নাম। আগেও নানা শিল্পী, খেলোয়াড়দের সম্মান জানানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক রাস্তার নাম পরিবর্তন করা হয়েছিল। এবার শৈলেন মান্নার নামে নামকরণ করা হতে চলেছে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোড। যা সাধারণ মানুষ শুনে অত্যন্ত খুশি হয়েছেন।