আজ, সোমবার বিধানসভা অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীর ‘সংখ্যালঘু’ মন্তব্যের বিরোধিতা করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে বেজায় অস্বস্তি তৈরি হল বিরোধী দলনেতার। বিজেপির অন্দরেও এই মন্তব্য নিয়ে শুভেন্দুর বিরদ্ধে ক্ষোভ আছে। এবার সেই প্রসঙ্গ তুলে একদিকে শুভেন্দুকে কাটগড়ায় তুললেন অপরদিকে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দুর নাম না নিয়ে বিধানসভায় ‘এক বিজেপি নেতা’ বলে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।
আজ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবিতে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী উত্তরবঙ্গের মানুষের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে সেটারও বিবরণ দেন। আর তখনই শুভেন্দুর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সমন্বয়ের বার্তা দিয়ে বলেন, ‘ওদের এক নেতা বলছেন, একে চাই না, ওকে চাই না। আমরা বলছি আপনাকেই চাই না। আপনাকে মানুষও চায় না। চাইবেও না। বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন। আমরা ভাগাভাগি করি না।’
আরও পড়ুন: শহরের কঙ্কালসার রাস্তা দ্রুত মেরামত করুন, কলকাতা পুলিশের চিঠি গেল মেয়রের কাছে
নীতি আয়োগের বিষয়টি যখন তোলা হয় তখন শোরগোল পাকিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তাই সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। তবে বিজেপি ওয়াক আউট করলেও আলোচনা চালিয়ে যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক–মন্ত্রীরা। তখনই ভরা বিধানসভা কক্ষে শুভেন্দু অধিকারীর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের এক নেতা বলেছেন একে চাই, ওকে চাই না। আপনি ঠিক করবেন একে চাই, ওকে চাই না? আমরা বলছি, আপনাকেই চাই না। আর তাই স্লোগান হবে, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। আপনাকে চাই না। মানুষও আপনাকে চায় না।’
এই খবর কানে গিয়েছে বিরোধী দলনেতার। তাতে তিনি বেজায় চটেছেন বলে সূত্রের খবর। কিন্তু বিজেপি বিধায়ক এবং নেতাদের উদ্দেশে কড়া কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা।’ কিছুদিন আগে বিজেপির বৈঠকে কিছু মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে ঢি ঢি পড়ে গিয়েছিল। এবার সেটাই বিধানসভায় উসকে দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেছিলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে জো হামারা সাথ, হাম উনকে সাথ। সংখ্যালঘুরা ৯৫ শতাংশ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।’