বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌মানুষই আপনাকে চায় না’‌, এক বিজেপি নেতা কে?‌ বিধানসভায় সুর চড়ালেন মমতা

‘‌মানুষই আপনাকে চায় না’‌, এক বিজেপি নেতা কে?‌ বিধানসভায় সুর চড়ালেন মমতা

শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবিতে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী উত্তরবঙ্গের মানুষের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে সেটারও বিবরণ দেন।

আজ, সোমবার বিধানসভা অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীর ‘সংখ্যালঘু’ মন্তব্যের বিরোধিতা করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে বেজায় অস্বস্তি তৈরি হল বিরোধী দলনেতার। বিজেপির অন্দরেও এই মন্তব্য নিয়ে শুভেন্দুর বিরদ্ধে ক্ষোভ আছে। এবার সেই প্রসঙ্গ তুলে একদিকে শুভেন্দুকে কাটগড়ায় তুললেন অপরদিকে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দুর নাম না নিয়ে বিধানসভায় ‘এক বিজেপি নেতা’ বলে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।

আজ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবিতে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী উত্তরবঙ্গের মানুষের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে সেটারও বিবরণ দেন। আর তখনই শুভেন্দুর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সমন্বয়ের বার্তা দিয়ে বলেন, ‘‌ওদের এক নেতা বলছেন, একে চাই না, ওকে চাই না। আমরা বলছি আপনাকেই চাই না। আপনাকে মানুষও চায় না। চাইবেও না। বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন। আমরা ভাগাভাগি করি না।’‌

আরও পড়ুন:‌ শহরের কঙ্কালসার রাস্তা দ্রুত মেরামত করুন, কলকাতা পুলিশের চিঠি গেল মেয়রের কাছে

নীতি আয়োগের বিষয়টি যখন তোলা হয় তখন শোরগোল পাকিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তাই সেখানে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। তবে বিজেপি ওয়াক আউট করলেও আলোচনা চালিয়ে যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক–মন্ত্রীরা। তখনই ভরা বিধানসভা কক্ষে শুভেন্দু অধিকারীর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ওদের এক নেতা বলেছেন একে চাই, ওকে চাই না। আপনি ঠিক করবেন একে চাই, ওকে চাই না? আমরা বলছি, আপনাকেই চাই না। আর তাই স্লোগান হবে, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। আপনাকে চাই না। মানুষও আপনাকে চায় না।’‌

এই খবর কানে গিয়েছে বিরোধী দলনেতার। তাতে তিনি বেজায় চটেছেন বলে সূত্রের খবর। কিন্তু বিজেপি বিধায়ক এবং নেতাদের উদ্দেশে কড়া কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‌ওদের কাজ শুধু মানুষকে বঞ্চিত করা।’‌ কিছুদিন আগে বিজেপির বৈঠকে কিছু মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে ঢি ঢি পড়ে গিয়েছিল। এবার সেটাই বিধানসভায় উসকে দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেছিলেন, ‘‌সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে জো হামারা সাথ, হাম উনকে সাথ। সংখ্যালঘুরা ৯৫ শতাংশ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।’‌

বাংলার মুখ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.