আজ, বৃহস্পতিবার সন্দেশখালি সফরে যাওয়ার পরিকল্পনা বাতলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। একদা রাজ্য–রাজনীতির ‘হটস্পট’ থেকে নয়া বার্তা দেবেন তিনি। ইতিমধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে। যেখানে সন্দেশখালি নিয়ে বিজেপি বিরাট ঘটনা চাউর করেছিল। সেটাই ঘুরে যায় স্টিং অপারেশনের পর। আর তার ফসল ঘরে তোলে তৃণমূল কংগ্রেস। আর এবার সেখানেই যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সন্দেশখালিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আজ, বৃহস্পতিবার নবান্ন থেকে সন্দেশখালি সফরের কথা নিজেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের সময় কথা দিয়েছিলেন সন্দেশখালি আসবেন তিনি। এবার সেই কথা রাখতে চলেছেন। তাই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকেই আমাকে বলছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি তখনই বলেছিলাম, সময় হলে জানাব। এবার ৩০ ডিসেম্বর যাচ্ছি।’ সুতরাং একদিকে বর্ষশেষ অপরদিকে নতুন বছর শুরুর ঠিক আগে মুখ্যমন্ত্রীর সন্দেশখালি সফর অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫১ কোটি টাকা পার্থরই, আদালতে বড় দাবি ইডির
তৃণমূল কংগ্রেস সেখানে অত্যাচার করছে বলে চাউর হয়ে যায়। নানা ঘটনা তখন মুখে মুখে চাউর হয়ে যায়। কিন্তু স্টিং অপারেশন হতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে। আর বড় সেটব্যাক হয় বিজেপির কাছে। যে ভিডিয়ো সামনে এসেছিল তা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিজেপিই যে এই নোংরা খেলা খেলেছিল তা তুলে ধরে তৃণমূল কংগ্রেস। এবার সেখানের ফসল ঘরে তুলে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁর বক্তব্য, ‘সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেব। আমি মঞ্চ থেকে ১০০ জনের হাতে পরিষেবা পৌঁছে দেব। তবে পৃথক পৃথক ক্যাম্প থেকে অন্তত ২০ হাজার মানুষের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে সেদিন।’
এছাড়া সন্দেশখালিতে রয়েছে সরকারি বিতরণ অনুষ্ঠান। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে উপভোক্তাদের সরকারি সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রী নিজে ওই শতাধিক মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ওইদিন মা, মাটি, মানুষ দিবস হিসাবে পালন করা হয়। তাই ব্লকে ব্লকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ২ জানুয়ারি সব দফতরের কাজ পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক হবে। আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাওয়ার ইচ্ছা আছে।’ আগামী ৮ জানুয়ারি মিলেনিয়াম পার্কের বিপরীতের মেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর যাতায়াতের ই–ভেসেলের উদ্বোধন করবেন।