রাত পোহালেই দোল–হোলিতে মেতে উঠবেন বাংলার আপামর জনগণ। ইতিমধ্যেই রং থেকে শুরু করে আবির কেনা শুরু হয়ে গিয়েছে। রং–আবিরের পসরা পাড়ায় পাড়ায় বসে গিয়েছে। সুতরাং খেলব হোলি রং দেবো না তাই কখনও হয়.....। এমন পরিবেশ তৈরি হয়েছে। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তৈরি গান এসে পড়েছে সকলের সামনে। সোশ্যাল মিডিয়ায় সেই গান পোস্ট করা হয়েছে। যা এখন শহর থেকে গ্রামবাংলার পথে অনেকেই গুনগুন করে গাইছেন। তাঁর কথায় ও সুরে এবং মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের গাওয়া গান বাজার মাত করেছে। যা বাংলার মানুষজন শুনেছেন।
এদিকে বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা কথা বারবার উঠে এসেছে তাঁর লেখনীতে। সেটা দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে বড়দিন বারবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতা, প্রবন্ধের মতোই সঙ্গীতেও পৃথক ছাপ রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দুর্গাপুজো,বড়দিনের মতোই দোল–হোলি উৎসব নিয়েও উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্দ্রনীল সেনের কণ্ঠে উঠে এসেছে সেই গান ‘দোলের এই সমারোহে, ফাগুন দাও দল মাতিয়ে/রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও/রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে’।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগের লেখা গানগুলি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আর এবার দোল–হোলি উপলক্ষ্যে লেখা গান গেয়েছেন ইন্দ্রনীল সেন। তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য। এই গানে সমাজের সব অংশের মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। ওই গানের ভিডিয়ো পোস্ট করে বাংলার মানুষকে দোল ও হোলির শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ধনধান্য অডিটোরিয়ামে বসন্ত উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে ভাঙড়া নাচে পা মেলান তিনি। তার সঙ্গে শোনা যায় এই গান।
আরও পড়ুন: এবার বিশ্ব–দুয়ারে মুখ্যমন্ত্রীর ‘স্বাস্থ্যসাথী’, আন্তর্জাতিক মঞ্চের আলোচনায় উঠে আসছে
এছাড়া সুর–ছন্দে মুখ্যমন্ত্রীর লেখা এবং ইন্দ্রনীল সেনের গাওয়া গান এখন সকলের মন রাঙিয়ে দিচ্ছে। রঙিন উপস্থাপনা সকলকেই আকৃষ্ট করেছে। বঙ্গ সংস্কৃতির যে ধারা সেখানে এই গানে মাতোয়ারা হয়েছে নতুন প্রজন্ম। আর জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে শিকড় বাংলা সেটাও এই গানে ফুটে উঠেছে। বাংলার নব প্রজন্ম দোল, হোলি উৎসবে এই সুর–ছন্দের আবেগে মেতে উঠেছে। মুখ্যমন্ত্রীর এই উপহার উৎসবে বাড়তি সংযোজন। তাই তো মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সকলকে আসন্ন আনন্দের দোলযাত্রা ও রঙিন হোলি উৎসবের আগাম শুভেচ্ছা। রঙের এই উৎসবের উদযাপন আনন্দ, ভালবাসায় আরও রঙিন হয়ে উঠুক।’