রাজ্য পুলিশের বদলি নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে বদলির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ প্রায়ই শোনা যায়। এছাড়াও, রাজনৈতিক বা পদাধিকারি অফিসারের প্রভাব খাটিয়ে পছন্দের জায়গায় বদলির অভিযোগও নতুন কিছু নয়, এই সমস্ত অভিযোগকে ঘিরে নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বাড়ছিল। তাই এবার পুলিশের বদলি নিয়ে নীতি বদল করল সরকার। এবার পুলিশ কর্মীরা অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এই আবেদনের জন্য এটি পোর্টাল তৈরি হয়েছে। এছাড়াও, বদলি সংক্রান্ত একাধিক নিয়ম আনা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকা সমস্ত জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এর ফলে এবার থেকে পুলিশের বদলিতে স্বচ্ছতা আসবে বলে ধারণা পুলিশ মহলের।
আরও পড়ুন: বাংলা বলা নিয়ে শুরু… বারাসতে প্রতিবাদীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে,ধৃত ১৮
আগে লিখিতভাবে পুলিশের কনস্টেবল অথবা সাব ইন্সপেক্টরদের বদলির জন্য আবেদন করতে হত। আর দীর্ঘদিন ধরেই সেই বদলির আবেদন পড়ে থাকত জেলার অফিসে। সে ক্ষেত্রে ভবানীভবনে সেই আবেদন পৌঁছতে অনেক সময় লেগে যেত বলে অভিযোগ। অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে ঘুষ না দিলে বদলির ফাইলও নড়ত না। এরফলে সমস্যায় পড়তে হত পুলিশ কর্মীদের। তার সমাধানের জন্য এই পোর্টাল আনা হয়েছে। এর নাম ইএইচআরএমএস পোর্টাল। এই পোর্টালে বদলির জন্য আবেদন করতে পারবেন পুলিশ কর্মীরা। তবে এখানে শুধুমাত্র ডিসেম্বর মাস ধরে টানা একমাস আবেদন করা যাবে।
শুধু তাই নয়, সেই আবেদনের পর কত দিনের মধ্যে ফাইল ছাড়তে হবে সেই বিষয়টিও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, আবেদন করার পর ১০ দিনের মধ্যে পুলিশ সুপার এ বিষয়ে নিজের মতামত জানাবেন। এরপর পুলিশ সুপারের উচ্চ পদমর্যাদার অফিসার কাছে ১০ দিনের মধ্যে নিজের মতামত জানাবেন। তারপরে বদলির বিষয়টি কার্যকর হবে। এছাড়াও কতদিন পর পুলিশ কর্মীরা বদলির আবেদন করতে পারবেন সেবিষয়টিও জানানো হয়েছে। তাতে বলা হয়েছে পুরুষ কনস্টেবলরা ১৫ বছর চাকরির পর নিজের জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। আর মহিলা কনস্টেবলরা আট বছর চাকরি করার পর নিজের জেলায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।
তবে অতিরিক্ত সাব ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টররা অবসরের চার বছর আগে নিজের জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন বলেও নির্দেশিকা জানানো হয়েছে। এছাড়া কোনও পুলিশ কর্মী পদোন্নতির পর নিজের পছন্দের পাঁচটি জায়গার নাম বেছে নিতে পারবেন। তবে নিজের বিধানসভা এলাকায় কোনও পুলিসকর্মীকে পোস্টিং দেওয়া যাবে না। নতুন এই বদলি নীতিকে স্বাগত জানিয়েছেন নিচু তলার পুলিশ কর্মীরা।