আরজি কর কাণ্ডে তদন্ত শুরুর পরে মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে একাধিক রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। যা পড়ে বিচারপতিরা হতভম্ব হয়ে পড়েছিলেন। অনেকেরই দাবি ছিল, এই অপরাধে একা সঞ্জয় রায় দোষী নয়। তবে সিবিআই তদন্ত করে এখনও পর্যন্ত শুধুমাত্র সঞ্জয়ের নামেই চার্জশিট জমা দিয়েছিল। এবং আদালতে সঞ্জয় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে। এহেন পরিস্থিতিতে সিবিআই নিয়ে অসন্তোষ বেড়েছে নির্যাতিতার পরিবারের মনে। তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকী অভিযোগ করা হয়েছে, সিবিআই এখন নির্যাতিতার মা-বাবার সঙ্গে যোগাযোগও রাখে না। উল্লেখ্য, এই সিবিআই হল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এই আবহে আরজি কর তদন্ত নিয়ে শাহের সঙ্গে কি কথা বলতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? এমনই ইঙ্গিত মিলেছে রাজভবনের বিবৃতিতে। (আরও পড়ুন: ২০০০ ঘণ্টা মিগ-সুখোই যুদ্ধিমান ওড়ানো পর মহাকাশযানের পাইলট, জানুন কে এই শুভাংশু)
আরও পড়ুন: স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে সর্বনিম্ন পারদ, সরস্বতী পুজোয় কি ফিরবে শীত?
গতকাল রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, '৩০ জানুয়ারি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্যাতিতার মা বাবা রাজভবনে এসে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। তাঁরা একটি চিঠি জমা দেন রাজ্যপালকে। রাজ্যপালকে তাঁরা তাঁদের দুঃখের কথা বলেন এবং বিচারের দাবি জানান। তাঁরা আবেদন করেন যাতে রাজ্যপাল এই বিষয়টি নিয়ে দেশের রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল আশ্বাস দিয়েছেন যে এই ক্ষেত্রে যা প্রয়োজন তা তিনি করবেন। নির্যাতিতার মা বাবাকে রাজ্যপাল বলেন, এই দুঃখে তাঁরা একা নন এবং গোটা মানব সভ্যতা তাঁদের পাশে আছে। বিচার মিলবেই।' (আরও পড়ুন: কোনও টেকনিক্যাল সমস্যা... সরস্বতী পুজোয় TMC নেতার বাধার অভিযোগে 'সাফাই' কুণালের)
আরও পড়ুন: উনি আমার ভাইয়ের মতো… শান্ত গলায় TMC বিধায়ককে কড়া জবাব আরজি কর নির্যাতিতার বাবার
আরও পড়ুন: ইউনুস সরকার কি 'জামাতের এজেন্ট'? বিতর্কে উস্কে বিস্ফোরক BNP-র 'কট্টর' নেতা
এদিকে গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে আরজি কর নির্যাতিতার বাবা বলেন, 'রাজ্যপালের কাছে লিখিত আকারে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি যাতে তিনি উচ্চপর্যায়ে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। তিনি যাতে সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করান আমাদের। রাজ্যপাল আশ্বস্ত করে বলেছেন ন্যায় বিচার আমরা পাব।' এদিকে র্যাতিতার মা বলেন, 'রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলেছেন। আমাদেরও বললেন রাষ্ট্রপতিকে মেইল করে রাখতে। সিবিআইয়ের তদন্ত নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছি আমরা।'