অ্যাড-হক বোনাসের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা কোনওরকম 'প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস' (কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস) পান না এবং ২০২৫ সালের ৩১ মার্চ যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার কম, তাঁদের মাথাপিছু সর্বোচ্চ ৬,৮০০ টাকা বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে নবান্নের তরফে স্পষ্টভাবে ডানানো হয়েছে, কর্মচারীরা পুরনো বেতন কাঠামো বা নতুন কাঠামোয় থাকুক না কেন, বোনাস প্রদানের সর্বোচ্চ সীমা হচ্ছে ৪৪,০০০ টাকা। যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার বেশি, তাঁরা সেই অ্যাড-হক বোনাস পাবেন না।
কোন টাকা বোনাস মিলবে? কীভাবে হিসাব হবে?
কোনও রাজ্য সরকারি কর্মচারী যত মাসের যোগ্য, সেটাকে ১২ দিয়ে ভাগ করতে হবে। আর ২০২৫ সালের ৩১ মার্চের নিরিখে প্রাপ্ত বেতনের সঙ্গে গুণ করতে হবে সেটাকে। তাহলে যে অঙ্কটা পাওয়া যাবে, সেটাই হবেই অ্যাড-হক বোনাসের পরিমাণ। তবে সেই অঙ্কটা সর্বোচ্চ ৬,৮০০ টাকা হবে। অর্থাৎ ওই ফর্মুলায় যদি দেখা যায় যে কারও বোনাসের অঙ্কটা ৭,০০০ টাকা হচ্ছে, তিনিও সর্বোচ্চ ৬,৮০০ টাকা পাবেন।
চুক্তিভিত্তিক কর্মচারীরা কত টাকা বেতন পাবেন?
আবার যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে ১২০ দিন কাজ করেছেন এবং ২০২৪-২৫ অর্থবর্ষে যাঁদের নির্দিষ্ট বেতন ছিল, তাঁদের অ্যাড-হক বোনাস দেওয়া হবে। তাঁরা ২০২৪-২৫ অর্থবর্ষে মোট যে পরিমাণ বেতন পেয়েছেন, সেটা ১২ দিয়ে ভাগ করলে যেটা হবে, সেই অঙ্কটা হল অ্যাড-হক বোনাস। তবে ওই অঙ্কটা ৬,৮০০ টাকার বেশি হবে না।
কবে বোনাস পাওয়া যাবে?
১) রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যে রাজ্য সরকারি কর্মচারীরা মুসলিম, তাঁরা ইদের আগে সেই বোনাস পাবেন।
২) মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গাপুজোর ঠিক আগেই বোনাস দেওয়া হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে সেই অ্যাড-হক বোনাস প্রদান করা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।
কেন্দ্রীয় হারে ডিএয়ের দাবি রাজ্য সরকারি কর্মীদের
আর এমন সময় সেই অ্যাড-হক বোনাসের ঘোষণা করা হল, যখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। তাঁরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। এখন প্রাপ্ত ডিএয়ের হার ১৪ শতাংশ।
আরও পড়ুন: Fasting tips by Modi: উপবাসের আগে শরীর থেকে দূষিত জিনিস বের করতে হয়! টিপস মোদীর, কোন উপায়ে লাভ হবে?
আগামী ১ এপ্রিল থেকে তাঁদের আরও চার শতাংশ ডিএ বাড়ানো হবে। ফলে কয়েকদিন পর থেকেই তাঁদের প্রাপ্ত ডিএয়ের পরিমাণ দাঁড়াবে ১৮ শতাংশ। তবে তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে সরব হয়েছেন। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা শীঘ্রই আরও দুই থেকে তিন শতাংশ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তারপর ২০২৬ সাল থেকে অষ্টম বেতন কমিশনও কার্যকর হতে পারে।