বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB Junior Doctors Protest to continue: ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

WB Junior Doctors Protest to continue: ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

জুনিয়র ডাক্তাররা নিজেদের দাবিতে অনড় থাকলেন। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

রাজ্য সরকারকে পালটা ‘ডেডলাইন’ দিলেন জুনিয়র ডাক্তাররা। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে, সেটাকে নির্মূল করার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানান তাঁরা।

কর্মবিরতি তোলার জন্য সুপ্রিম কোর্ট ‘ডেডলাইন’ বেঁধে দিয়েছে। আর তারপর রাজ্য সরকারকে পালটা ‘ডেডলাইন’ দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। জেনারেল বডির বৈঠকের পরে সোমবার রাত ১১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন, তাঁরা যে পাঁচ দফা নিয়ে আন্দোলন করছেন, সেই দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে। যদি মঙ্গলবার বিকেল পাঁচটার (সুপ্রিম কোর্ট সেই ডেডলাইন দিয়েছে) মধ্যে রাজ্য সরকার তাঁদের দাবি মেনে নেয়, তবেই কর্মবিরতি তোলার বিষয়টি বিবেচনা করে দেখা হবে। অর্থাৎ তাঁরা কাজে ফিরবেন কিনা, সেই বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেইসঙ্গে মঙ্গলবার তাঁরা স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে, সেটাকে নির্মূল করার জন্য লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

কাজে ফেরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময় রাজ্য সরকারের তরফে দাবি করা হয় যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে শীর্ষ আদালত জানায় যে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। ওই সময়ের মধ্যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার।

আরও পড়ুন: Medical exams question paper leak case: 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি 

তারপর যদি রাজ্য সরকার কোনও পদক্ষেপ করে, তাহলে কোনও বাধা দিতে পারবে না বলে জানায় শীর্ষ আদালত। তবে শীর্ষ আদালতের তরফে এটাও স্পষ্ট করে দেওয়া হয় যে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না করে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। 

আরও পড়ুন: Mamata vs Doctor Mother: 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাকে বললেন RG করের চিকিৎসকের মা

জুনিয়র ডাক্তারদের দাবি

১) জুনিয়র ডাক্তারদের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত পদক্ষেপ করা হোক। যথাযথ কারণ দর্শিয়ে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করারও দাবি তোলেন তাঁরা। 

২) জুনিয়র ডাক্তারদের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার যে বার্তা দিয়েছেন, সেই বক্তব্যের নিন্দা করা হচ্ছে। তরুণী চিকিৎসকের বিচারহীন শবের উপরে দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া ন্যক্কারজনক এবং নির্লজ্জতার পরিচায়ক।

আরও পড়ুন: Sanjay Rai not Roy: রায় নয়, সঞ্জয় রাই; RG কর ও হাওড়ার ঘটনায় ২ অভিযুক্তই বিহারের, দাবি মমতার, করজোড়ে আর্জি ‘বন্ধুদের’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.