বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের আরও ১ মন্ত্রী

করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের আরও ১ মন্ত্রী

ফাইল ছবি

জানা গিয়েছে, বাড়িতেই বিশ্রামে রয়েছেন মন্ত্রী। চিকিৎসকদের তত্ত্বাবধানে আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর।

করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রী। নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানালেন জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র। সঙ্গে তিনি জানিয়েছেন, কোনও উপসর্গ নেই তাঁর। 

এদিন সৌমেনবাবু লিখেছেন, ‘বর্তমান এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে যতটা সম্ভব মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু এই ভয়ঙ্কর COVID-19 আমাকেও ছাড়লো না বর্তমানে আমি পজেটিভ, কোন উপসর্গ বা লক্ষণ নেই, তাই সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন সরকারের নির্দেশ মেনে চলুন।’

জানা গিয়েছে, বাড়িতেই বিশ্রামে রয়েছেন মন্ত্রী। চিকিৎসকদের তত্ত্বাবধানে আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে তাঁর। 

তবে এবারই প্রথম নয়, করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রী। প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন। প্রথম করোনা আক্রান্ত হন দমকলমন্ত্রী সুজিত বসু। তার পর মন্ত্রী স্বপন দেবনাথের সংক্রমণ ধরা পড়ে। প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার সৌমেনবাবুর করোনাজয়ের অপেক্ষা। 

 

বন্ধ করুন