কেন্দ্রের উর্জা গঙ্গা প্রকল্প চালু হয়েছে রাজ্যের বেশ কিছু জায়গায়। এই প্রকল্পের অধীনে পাইপে করে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে। এই আবহে এবার স্বচ্ছ জ্বালানি হিসেবে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস বিসেবে হাইড্রোজেন পাঠাবার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এই নিয়ে মঙ্গলবার রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা জানান, ২০২৩ সালে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত একটি নীতি প্রণয়ন করেছিল রাজ্য সরকার। সেই নীতি মেনেই এই পদক্ষেপের কথা ভাবছে রাজ্য সরকার। (আরও পড়ুন: দেশে চালু হয়ে গেল 'ভারতপোল', কেমন ভাবে তদন্তে সাহায্য করবে এটি?)
আরও পড়ুন: মার্কিন-ভারত বন্ধুত্বে চিড়… আদানি মামলায় 'জবাবদিহি' চাওয়া হল বিচার বিভাগের কাছে
আরও পড়ুন: হিন্দুদের ওপর হামলা, বাংলাদেশ নিয়ে সরব ভারতীয় বংশোদ্ভূত US কংগ্রেস সদস্য, বললেন…
মঙ্গলবার ইন্ডিয়ান চেম্বারের অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা। সেখানে তিনি আরও বলেন, 'পরিবেশবান্ধব শিল্প তৈরির জন্য পুনর্নবীকরণ উৎপাদন উন্নয়ন নীতিও চালু করেছে রাজ্য। এই ক্ষেত্রে কোনও সংস্থা লগ্নি করতে চাইলে সরকার একাধিক সুবিধা দিচ্ছে। বিষ্ণুপুরের বয়নশিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা এই ধরনের একটি প্রকল্প ইতিমধ্যেই হাতে নিয়েছে। বয়ন ক্ষেত্রে যে বর্জ্য উৎপন্ন হয়, তা পুনরায় ব্যবহার করে বিভিন্ন শৌখিন জিনিস বানাচ্ছেন এই শিল্পীরা।' (আরও পড়ুন: 'ওরা চায় ভারত আক্রমণ করুক', বাংলাদেশে ভোট না করাতে ষড়যন্ত্র মহম্মদ ইউনুসের?)
আরও পড়ুন: OpenAI CEO স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বোনের, জবাব দিল পরিবার
বর্তমানে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্য়মে গ্যাস আনার কাজ করা হচ্ছে। ২০২৪ সালের জুলাই মাসের এক খবর অনুযায়ী, সব মিলিয়ে রাজ্য জুড়ে ২ হাজার ৪৩৩ কোটি টাকার পাইপলাইন প্রকল্প তৈরি করা হচ্ছে। এদিকে রাজ্যের মধ্য়ে প্রথমে দুর্গাপুরে পাইপলাইনে রান্নাঘরে পৌঁছেছে রান্নার গ্যাস। SAIL কোঅপারেটিভ সোসাইটি কমপ্লেক্সে এসেছে এই গ্যাসের লাইন। জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত এই গ্যাসের পাইপলাইন পেতেছে গেইল। (আরও পড়ুন: 'ওদিক থেকে এদিকে সমস্যা না হয়... ক্ষতি না করতে পারে', নৌবাহিনীর সঙ্গে বৈঠক মমতার)
আরও পড়ুন: সঞ্জয়ের সাজা ঘোষণার আগে নয়া মোড়? আরজি কর নিয়ে এবার নয়া মামলা সুপ্রিম কোর্টে
এদিকে সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, সোনারপুরে বাড়ি-বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হতে চলেছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। বেঙ্গল গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ মূল রাস্তায় পাইপলাইন বসানোর কাজ করছে। এই নয়া ব্যবস্থার মাধ্য়মে প্রতিটি বাড়িতে গ্যাসের মিটার থাকবে। এরপর গ্যাসের বিলেরও ব্যবস্থা থাকবে। এই পরিষেবার জন্য প্রথম গ্রাহকদের ৭১১৮ টাকা জমা দিতে হবে। তার মধ্যে ৭০০০ টাকা ফেরত পাওয়া যাবে।