বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রাথমিক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করবে পর্ষদ

প্রাথমিক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিয়ো রেকর্ডিং করবে পর্ষদ

প্রতীকি ছবি

আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট নিতে চলেছে প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, টেট উত্তীর্ণদের ইন্টারভিউতে প্রার্থীর ইন্টারভিউ কক্ষে ঢোকা থেকে বেরনো পর্যন্ত পুরোটা ভিডিয়ো রেকর্ডিং করা হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ল্যাজে গোবরে অবস্থা রাজ্য সরকারের। আদালতের নির্দেশে ইডি তদন্তে উঠে এসেছে এর আগের নিয়োগগুলিতে মানা হয়নি কোনও নিয়ম। টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন একের পর এক প্রার্থী। তদন্তে নেমে ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ শিক্ষা দফতরের হাফ ডজন আধিকারিককে গ্রেফতার করেছে ইডি। এরই মধ্যে ‘স্বচ্ছ্বতার স্বার্থে’ আসন্ন নিয়োগপ্রক্রিয়ায় ইন্টারভিউ ও নথি পরীক্ষার পর্ব ভিডিয়ো রেকর্ডিয়ের সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা সংসদ। যা শুনে বিরোধীরা বলছেন, শিলা জলে ভাসে, দেখিলেও না হয় প্রত্যয়।

আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট নিতে চলেছে প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হয়েছে, টেট উত্তীর্ণদের ইন্টারভিউতে প্রার্থীর ইন্টারভিউ কক্ষে ঢোকা থেকে বেরনো পর্যন্ত পুরোটা ভিডিয়ো রেকর্ডিং করা হবে। তিনি কোন প্রশ্নের কী উত্তর দিলেন সব ধরা থাকবে ভিডিয়োও। এমনকী তাঁর নথি পরীক্ষার পর্বও ভিডিয়ো রেকর্ডিং হবে।

বিরোধীদের দাবি, ভিডিয়ো রেকর্ডিং হলে ভালো। তবে নিয়োগের স্বচ্ছতা যেন বজায় থাকে। সঙ্গে তাদের দাবি, একের পর এক নিয়োগ দুর্নীতিতে নাস্তানাবুদ হয়েই কার্যত স্বচ্ছ নিয়োগের পথে হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার।

 

বন্ধ করুন