রেশন কার্ডের সঙ্গে এবার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করা হল রিপোর্টে। এদিকে সেই প্রস্তাব গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। উল্লেখ্য, এর আগে আধারের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছে রেশন কার্ড। এদিকে কেওয়াইসির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকে গ্রাহকদের আধার কার্ডও। এই আবহে রাজ্য সরকারের বক্তব্য, আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। এদিকে রাজ্য সরকার কেন্দ্রের প্রস্তাবে সায় দেওয়ায় কপালে হাতে রেশন ডিলারদের। (আরও পড়ুন: হরিয়ানায় পুরভোটে পচা শামুকে পা কাটল বিজেপির, মেয়র নির্বাচনে হার পদ্ম প্রার্থীর)
আরও পড়ুন: দিল্লিতে ‘সফাই অভিযান’ শাহের পুলিশের, গ্রেফতার আরও ১২ বাংলাদেশি
এর আগে রিপোর্টে দাবি করা হয়েছিল, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণের জন্যে রেশন বণ্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব দিতে চলেছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। এই নিয়ে নাকি রাজ্যগুলির খাদ্যসচিবদের সঙ্গে কেন্দ্রীয় খাদ্যসচিবের বৈঠক হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি। রাজ্যগুলির খাদ্যসচিবদের সঙ্গে বৈঠকে নাকি কেন্দ্রীয় খাদ্যসচিব প্রস্তাব দিয়েছিলেন যাতে রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধন আনা হয়। যা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। এই সংশোধনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত করে রেশন ব্যবস্থায় কোনও পরিবর্তন আনা হবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। (আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা ৭ বাংলাদেশি হিন্দু আটক, তবে ৩ দালাল ধরতে ব্যর্থ BGB)
আরও পড়ুন: 'মেয়েদের দুটো জায়গার চুল ছাড়া অন্য জায়গার চুল কাটা হারাম'
প্রশ্ন উঠেছে, এবার কি রেশনে শস্য বণ্টনের বলে সরাসরি সেই খাদ্য সামগ্রীর মূল্য ধরে উপভোক্তার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠাতে চাইছে কেন্দ্রীয় সরকার? তাই গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে রাজ্যগুলিকে? এদিকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন থেকে পাওয়া যেতে পারে। এদিকে আগামী পয়লা এপ্রিল রেশন ডিলাররা নয়াদিল্লি অভিযান করবে। রেশন ব্যবস্থার আমূল পরিবর্তন করা নিয়ে সেখানে তাঁরা আলোচনা করবেন। (আরও পড়ুন: বাংলাদেশে সেনাপ্রধানের পদ নিয়ে জল্পনার মাঝেই বড়সড় বদলের নির্দেশ ইউনুসের)
আরও পড়ুন: ভারত-বাংলাদেশে অনুদান নিয়ে ট্রাম্পের দাবির পর 'গোপন নথি' নষ্টের নির্দেশ USAID-এর
এদিকে কী থাকতে পারে সেই রেশন নিয়ম সংশোধনীতে? দাবি করা হয়েছে, নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম ফিলআপ করা হবে, তখন যেন রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি গ্রাহকের ব্যাঙ্ক তথ্যও নিয়ে নেয় রাজ্য। উল্লেখ্য, বর্তমানে জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় ৮১.৩৫ কোটি মানুষকে প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয়।