WB State Budget Highlights: আগামী বছর ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি খয়রাতি বাজেটের পথে হাঁটল না রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের মতো 'সফল' মডেলে ভাতার পরিমাণ বাড়ানো হল না। একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আশা করা হয়েছিল, চোখ-কান বুজে সেই পথে হাঁটেননি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারইমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান ও গঙ্গাসাগর সেতুতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন চন্দ্রিমা। যদিও তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট পুরোপুরি দিশাহীন বলে দাবি করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, কর্মসংস্থানের কোনও দিশা নেই। বেকার-বিরোধী বাজেট হয়েছে। শেষপর্যন্ত বাজেটে কী কী ঘোষণা করা হল, তা দেখে নিন।
WB State Budget Live Updates: চাকরির লক্ষ্যে বাজেট, জানালেন মমতা
এবারের বাজেটের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবারের বাজেটে আরও কর্মসংস্থান তৈরির লক্ষ্য ছিল। নিউ টাউনের সিলিকন ভ্যালিতে ৭৫,০০০ কর্মসংস্থান হবে। লেদার কমপ্লেক্সে লাখ-লাখ কর্মসংস্থান হবে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
WB State Budget Live Updates: মমতার কবিতা পড়ে বাজেট ভাষণ শেষ চন্দ্রিমার
বাজেট ভাষণের শেষটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়ে করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যিনি বুধবার জনমোহিনী এবং বাস্তববাদী বাজেটের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন।
WB State Budget Live Updates: লক্ষ্মীর ভাণ্ডারের টুকলি করেছে অন্যরা, তবে…., দাবি মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আছেন ২.২১ কোটি মহিলারা। সেজন্য ৫০,০০০ কোটি টাকা খরচ হয়। অন্যান্য রাজ্যও ভোটে জেতার জন্য সেই প্রকল্পের টুকলি করা হয়েছে। তবে অন্যান্য জায়গায় অনেক শর্ত আছে। পশ্চিমবঙ্গে সেইসব নেই।
WB State Budget Live Updates: কেন্দ্র প্রতিশ্রুতি রাখে না, আমরা পূরণ করি, বাজেটের পরে মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: ভোট আসলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেয় না। সেটা পূরণ করে না। আমাদের সেটা হয় না। আমরা যেটা বলি, সেটাই করি। এখন একটাই ট্যাক্স - জিএসটি। সবটা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। আমাদের টাকা দেয় না। আবাসন, ১০০ দিনের প্রকল্প, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না।
WB State Budget Live Updates: বাংলার বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বাংলার বাড়ি প্রকল্পে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামিদিনে ১৬ লাখ পরিবার সেই সুবিধা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম পর্যায় চলেছে, তাতে ৭,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। (বিস্তারিত পড়ুন এখানে)
WB State Budget Live Updates: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাকও জমি অধিগ্রহণ হয়নি, দাবি শুভেন্দুর
শুভেন্দু অধিকারী: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাকও জমি অধিগ্রহণ করা হয়নি। গালভরা বরাদ্দ করে দেওয়া হয়েছে। ভোটের প্রতিশ্রুতি হিসেবে স্রেফ থেকে যাবে। গঙ্গাসাগর সেতুর জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে। তার আগেই বরাদ্দ করে দেওয়া হয়েছে।
WB State Budget Live Updates: ২.১৫ কোটি বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা, দাবি শুভেন্দুর
বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এটা বেকার-বিরোধী বাজেট। ২.১৫ কোটি যুবক-যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাজেট উত্তরবঙ্গ-বিরোধী, জঙ্গলমহল-বিরোধী বাজেট।
WB State Budget Live Updates: স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে রাজ্য সরকার
অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের ২.৪৫ কোটি মানুষ উপকৃত হয়েছেন। ৮৫ লাখ রোগীকে পরিষেবা প্রদান করা হয়েছে। ১১,০০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে।
WB State Budget Live Updates: কৃষির জন্য কী কী ঘোষণা করা হল?
পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ধান কেনার জন্য রাজ্যে নয়া প্রোকিয়োরমেন্ট সেন্টারের ঘোষণা করা হল। সেজন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবার ৩৫০ টি সুফল বাংলা স্টল তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
WB State Budget Live Updates: শিক্ষাখাতে কত বরাদ্দ করা হল?
শিক্ষাখাতে বড় অঙ্কের বরাদ্দ করা হল। স্কুলশিক্ষা দফতরকে ৪১,১৫৩.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর উচ্চশিক্ষা জফতরের জন্য বরাদ্দের অঙ্কটা হল ৬,৫৯৩.৫৮ কোটি টাকা। ঐক্যশ্রী, সবুজসাথী, শিক্ষাশ্রীর খরচের খতিয়ান দেওয়া হল।
WB State Budget Live Updates: ৩৭,০০০ কিমি গ্রামীণ রাস্তা তৈরি হবে, জানানো হল বাজেটে
পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হবে। সেজন্য ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
WB State Budget Live Updates: গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ
গঙ্গাসাগর সেতু তৈরি করার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। ইতিমধ্যে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। প্রায় ১৩ একর জমি কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কচুবেড়িয়ার দিকে পাঁচ একরের মতো জমি কিনছে রাজ্য। কাকদ্বীপের দিকে কিনছে প্রায় আট একর জমি। পাঁচ কিলোমিটার দীর্ঘ ব্রিজ তৈরি করতে ১,৫০০ কোটি টাকার মতো খরচ হবে বলে অনুমান করা হচ্ছে। চার লেনের সেতুর ফলে সাগর এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। (আরও পড়ুন)
WB State Budget Live Updates: কাদের স্মার্টফোন দেওয়া হবে?
বাজেট পেশের সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দিতে বরাদ্দ করা হল। ৭০,০০০ আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।
WB State Budget Live Updates: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল না!
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল না! অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসিক ১,০০০ টাকা পাবেন। আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতির মহিলারা ১,২০০ টাকা পাবেন মাসে। এখনের মতোই থাকছে। অনেকে মনে করেছিলেন যে এবার লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হবে। তবে সেটা হল ন
WB State Budget Live Updates: ‘নদী বন্ধন’ প্রকল্পের ঘোষণা বাজেটে, বাড়ল DA, আর কী কী?
রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল। 'নদী বন্ধন' প্রকল্পের ঘোষণা করা হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ৪৬৬.২৬ কোটি টাকা বরাদ্দ করা হল। পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য বরাদ্দ করা হল ৭৫৬.৮ কোটি টাকা। নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ। পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
WB State Budget Live Updates: ৫০০ কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, ভোটের আগে ঘোষণা
ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেলে যে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিজেই করবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
WB State Budget Live Updates:DA বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের
রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি পাবে। প্রস্তাব রাখলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
WB State Budget Live Updates: লক্ষ্মীর ভাণ্ডার ২০০০ টাকা? DA বৃদ্ধি ৬%? বাজেট পেশ চন্দ্রিমার
লক্ষ্মীর ভাণ্ডারে ২,০০০ টাকা, ছয় শতাংস মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ)? একগুচ্ছ প্রত্যাশার মধ্যেই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় বাজেট পেশ করছেন তিনি।
WB State Budget Live Updates: ছেলেদের মোবাইলে রিচার্জের টাকা দেবে সরকার, কটাক্ষ শুভেন্দুকে
যে পুরুষরা চাকরি করেন, ৪৫ বছরের বেশি বয়স যাঁদের, তাঁদের মোবাইলে রিচার্জ করার টাকা দিতে পারে, কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করেছেন, এবার নারায়ণদের দিকে ঝুঁকবে রাজ্য সরকার।
WB State Budget Live Updates: ‘উপহার’ বাকি ‘স্বাস্থ্য’? বাজেটে কোন পথে হাঁটবেন চন্দ্রিমা?
অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের থেকে অনেক 'উপহার'-র প্রত্যাশা থাকলেও তাঁকে সূক্ষ দড়ির উপর দিয়ে হাঁটতে হবে। কারণ আর্থিক স্বাস্থ্যের বিবেচনা করে তাঁকে বিভিন্ন ‘উপহার’ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেই পরিস্থিতিতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা কোনপথে হাঁটেন, তা বোঝা যাবে একটু পরেই।
WB State Budget LIVE: সব দোষ মমতাদের, মুখ্যমন্ত্রীর উষ্মা নিয়ে দাবি শুভেন্দুর
বিজনেস অ্যাডজাইসরি কমিটির বৈঠকে বিজেপি বিধায়কদের গরহাজিরা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মাপ্রকাশ করেছেন। আর তা নিয়ে পালটা রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপালেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করলেন, নিয়ম ভেঙে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের বিধায়ককে বসানো হয়েছে।
WB State Budget LIVE: বাজেটের আগে বৈঠকের নেই বিজেপির বিধায়করা, চটে গেলেন মমতা
বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে বিজেপির কোনও বিধায়ক ছিলেন না। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মাপ্রকাশ করেছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেন যে এই ধরনের বৈঠকে বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদলীয় বৈঠকে আসেন না কেন, তা স্পষ্ট নয়।
WB State Budget Live Updates: নির্মলা ‘উপহার’ দিয়েছেন, চন্দ্রিমা কী করবেন?
রাজ্য বাজেট নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের উপরে 'চাপ' আছে। এবার কেন্দ্রীয় বাজেটে একাধিক 'উপহার' দেওয়া হয়েছে। সাধারণ বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত করে দেওয়া হয়েছে। আর নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছে।
WB State Budget Live Updates: বাজেট পেশের আগে বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং
বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং হয়। যে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা।
WB Budget Live: রাজ্য বাজেটে কি পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া হবে?
গতবারের বাজেটে পরিকাঠামো ক্ষেত্রের উপরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল। একাধিক নয়া সেতু নির্মাণের ঘোষণা করা হয়েছিল। যে তালিকায় ছিল গঙ্গাসাগর সেতু, শিল্পসেতু। এবারও চন্দ্রিমা ভট্টাচার্য সেই পথে হাঁটতে পারেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিশেষত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যে বাণিজ্য প্রস্তাব এসেছে, তা বাস্তবায়নের জন্য পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যে তালিকায় গ্রামীণ সড়ক উন্নয়নের মতো বিষয়ও আছে।
WB State Budget Live Updates: মহার্ঘ ভাতা ৬% বাড়ানো হবে?
এবারের বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ছয় শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানো হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। তাঁদের প্রাপ্ত ডিএয়ের হার হাল ১৪ শতাংশ (বিস্তারিত পড়ুন এখানে)
WB State Budget Live Updates: বিধানসভায় মুখ্যমন্ত্রী, বাজেটের আগে হবে বৈঠক
ইতিমধ্যে বিধানসভায় এসে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাজেট ভাষণ দেবেন না। বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) চন্দ্রিমা ভট্টাচার্য। তবে আজ তার আগে একাধিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
WB Budget Live: স্বাস্থ্য, শিক্ষায় বরাদ্দ বাড়বে কি?
স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষার মতো ক্ষেত্রে রাজ্য সরকার বরাদ্দ বাড়াবে কিনা, সেদিকে নজর থাকবে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার পরে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হতে পারে। বৃদ্ধি করা হতে পারে কৃষকদের ভাতা। জোর দেওয়া হবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে। পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।
WB Budget Live: মহিলা ভোটাররা কি তৃণমূলের পাশে থাকবেন?
পশ্চিমবঙ্গের রাজনীতিতে মহিলা ভোটাররা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাম্প্রতিক নির্বাচনে পুরুষদের থেকে মহিলাদের ভোটদানের হার বেশি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩.৭৩ কোটি মহিলা ভোটার ছিলেন। আর পুরুষ ভোটারের সংখ্যা ছিল ৩.৮৫ কোটি। ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যে মহিলা ভোটার বেড়েছে ৯.৮ শতাংশ। ২০২১ সালের বিধানসভা ভোট ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মহিলা ভোটারদের বড় সমর্থন পেয়েছিল তৃণমূল। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডের পরে সেই মহিলা ভোটব্যাঙ্ক তৃণমূলের সঙ্গে কতটা থাকবে, তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন আছে।
WB Budget Live: বিজিবিএসের পরে শিল্পে ইনসেনটিভ স্কিম?
একাংশের ধারণা, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ৪.৪ লাখ কোটি টাকার লগ্নির প্রস্তাব আসার পরে শিল্পক্ষেত্রে কোনও ইনসেনটিভ স্কিম চালু করার কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। রিলায়েন্স, জিন্দল গোষ্ঠীর মতো সংস্থা যে লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে, সেটা নিয়ে বাজেটে কোনও ঘোষণা করা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
WB Budget Live: 'বাংলার বাড়ি' ও 'লক্ষ্মীর ভাণ্ডার' - ২ দিকে বেশি নজর?
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বাজেটে মূল যে দুটি বিষয়ের উপরে নজর দেওয়া হবে, সেটা হল 'বাংলার বাড়ি' এবং 'লক্ষ্মীর ভাণ্ডার'। বাজেটে একলপ্তে ওই দুটি প্রকল্পের বরাদ্দ বাড়ানো হতে পারে। 'বাংলার বাড়ি' প্রকল্পে ইতিমধ্যে ১২ লাখ পরিবারকে টাকা পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে সেই কাজটা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করে আরও বেশি টাকা দেওয়া হতে পারে।
WB State Budget Live Updates: জোড়া মন্ত্রিসভার বৈঠক, তারপর বাজেট পেশ
বিধানসভায় বাজেট পেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। সূত্রের খবর, দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে বিধাসভায় মুখ্যমন্ত্রীর ঘরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। তারপর আবার বিশেষ মন্ত্রিসভার বৈঠকও হবে। দুপুর ৩ টে ৪৫ মিনিট থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা আছে।
WB Budget Live: লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বাড়ানো হবে?
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আপাতত জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসিক ১,০০০ টাকা পান। আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে ১,২০০ টাকা পেয়ে থাকেন। একটি মহলের তরফে দাবি করা হচ্ছে যে মাসে সেই অঙ্কটা ৫০০ টাকা বাড়ানো হতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের অন্যতম কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার। মহিলা ভোট উপচে পড়েছিল তৃণমূলের ভোটব্যাঙ্কে। সেটাই এবার চাইবে তৃণমূল।
WB Budget Live: সাফল্যের ফর্মুলায় এগিয়ে যাবেন চন্দ্রিমা?
আজ বিকেল চারটেয় রাজ্য বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। ফলে এবারের বাজেটে জনকল্যাণমূলক একাধিক প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সামাজিক সুরক্ষা, জনকল্যাণ প্রকল্প, মহিলাদের ক্ষমতায়নের মতো প্রকল্পের উপরে জোর দেওয়া হবে। যা গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেস সরকারকে ভোটব্যাঙ্কে জনপ্রিয় করে তুলেছে।
WB State Budget Live Updates: জনগণের মন জিততে জনমোহিনী প্রকল্প? একটু পরেই বাংলার বাজেট
লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হবে? বাংলার আবাস যোজনায় বড় কোনও চমক থাকবে? গ্রামীণ উন্নয়নে বাড়তি জোর দেওয়া হবে? ভাতা বাড়ানো হবে কৃষকদের? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? এরকম একগুচ্ছ বিষয় নিয়ে জল্পনার মধ্যেই আজ রাজ্য বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে রাজ্য সরকার জনমোহিনী পথে হাঁটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। শেষপর্যন্ত বাজেটে কী ঘোষণা করা হচ্ছে, সেটার লাইভ আপডেট দেখে নিন।