
WBJEE 2020 Result: আগামী সপ্তাহেই জয়েন্ট এন্ট্রান্সের ফল, জানালেন পার্থ
১ মিনিটে পড়ুন . Updated: 01 Aug 2020, 05:00 PM IST- আগামী ৭ অগাস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০২০-র ফল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর এবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফল। আগামী ৭ অগাস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০২০-র ফল। এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল ফলপ্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করবে। মাধ্যমিক - উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সের ফলও প্রকাশিত হবে অনলাইনে। করোনা পরিস্থিতির জেরে এবার পরীক্ষার ৬ মাস পর ফল প্রকাশ হল।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার গোটা কাউন্সিলিং প্রক্রিয়া হবে অনলাইনে। ফলে ছাত্র বা অভিভাবকদের কোথাও যেতে হবে না। তবে ক্লাস শুরুর ব্যাপারে কোনও উচ্চবাচ্য করেননি তিনি।