পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে? এই প্রশ্ন ছিল অনেকের। আর আজ সেটা জানা গেল। আগামী ২৭ এপ্রিল ২০২৫, রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শুক্রবার জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বাংলার বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচার এই তিন কোর্সে ভর্তির জন্য নেওয়া হয় এমন প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
এদিকে অনলাইন আবেদন করার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের নানা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার–সহ নানা বিষয়ে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা। পরীক্ষার ফর্ম পূরণ করার সময় সমস্ত শর্তাবলী এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সেগুলি জমা দিতে হবে ছাত্রছাত্রীদের। প্রত্যেক বছর এই পরীক্ষার পর মেধাতালিকা এবং কাউন্সেলিংয়ের ভিত্তিতে নানা কলেজে নানারকম শাখায় ভর্তি হয় পড়ুয়ারা। ২০২৫ সালে এই পরীক্ষা হবে ২৭ এপ্রিল রবিবার।
আরও পড়ুন: কলকাতায় দারিদ্র দূরীকরণে পাইলট প্রজেক্ট, কেন্দ্রের উদ্যোগে কাজ করবে পুরসভা
অন্যদিকে এই পরীক্ষার ক্ষেত্রে কবে থেকে পরীক্ষার্থীরা আবেদন জানাবেন, আবেদনের শেষ তারিখ কবে সেইসব তথ্য মিলবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। তখন প্রয়োজনীয় নথিপত্র ভালভাবে যাচাই করে জমা করতে হবে। এই বছরের পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে আপলোড করা হবে। যা পরীক্ষার্থীদের জন্য জরুরি। পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের সব ধরনের সাহায্য করবে বোর্ড। এই পরীক্ষার সময় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষাও থাকে। একই দিনে যাতে দুটি পরীক্ষা না পড়ে যায় তার জন্য সেটা দেখে সূচি ঘোষণা করে পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ড।
এছাড়া পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দিন ঘোষণা করা হল। বাকি তথ্য সময় মতো ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে হবে। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। সেখানে এবার ২০২৪ সালে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪২,৬৯২। সুতরাং মোট আবেদনকারী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৭,৭৭৩। যা খুব সামান্যই বলে মনে করা হচ্ছে।