WBJEE Counselling 2021:পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল নোটিস অনুসারে ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলতি বছর থেকে এই রেজিস্ট্রেশনের মধ্যে রাজ্য বোর্ড JEE Mains ও Bachelor in Architecture, B. Arch পড়ুয়াদেরই অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবার কাউন্সেলিং এর নানা দিক সম্পর্কে জানতে ছাত্র ছাত্রীরা wbjeeb.nic.in.এই ওয়েবসাইটে দেখতে পারেন।
উল্লেখ করা যায়, পরীক্ষার পর ভর্তি হওয়ার জন্য কাউন্সেলিং হল দ্বিতীয় ধাপ। রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পর, সংশ্লিষ্ট বিভাগে কোথায় কত সিট বরাদ্দ হয়েছে তা ঘোষণা করে। এরপর নথি যাচাই করা ও ফি দেওয়ার বিষয়গুলি আসে। এবার একঝলকে দেখে নেওয়া যাক কাউন্সেলিং সহ অন্যান্য তারিখগুলি কবে কবে রয়েছে। প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন, ফি পেমেন্টের তারিখ ২৮শে সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। চয়েজ লকিংয়ের জন্য় ২৯ ও ৩০ সেপ্টেম্বর তারিখ দুটি ঠিক করা হয়েছে। প্রথম রাউন্ডে সিট অ্য়ালটমেন্টের জন্য ৪ঠা অক্টোবর তারিখটি নির্দিষ্ট করা হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ ৪ঠা অক্টোবর থেকে ৯ই অক্টোবর। দ্বিতীয় রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট হবে ১৩ই অক্টোবর। নথি যাচাই করা হবে ২২শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত। মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন ১লা নভেম্বর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত। এই পর্বে চয়েজ লকিং হবে ৩রা ও ৪ঠা নভেম্বর। মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট ৮ই নভেম্বর। ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ ৯ই নভেম্বর ও ১১ই নভেম্বর। প্রসঙ্গত এবার দুটি রাউন্ডে কাউন্সেলিং হবে।