বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Buddhadeb Bhattacharya: 'আমরা ২৩৫ ওরা ৩০,' বুকে লাল পতাকা, আজীবন সৎ বুদ্ধবাবু রেখে গেলেন শূন্য সিপিএমকে

Buddhadeb Bhattacharya: 'আমরা ২৩৫ ওরা ৩০,' বুকে লাল পতাকা, আজীবন সৎ বুদ্ধবাবু রেখে গেলেন শূন্য সিপিএমকে

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি সমীর জানা। হিন্দুস্তান টাইমস।

২০০৬ সালে বিধানসভা নির্বাচনের পরে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে একটা লাইন শুনে চমকে গেল গোটা বাংলা। তবে কি কোথাও অহঙ্কার দানা বাঁধছিল? কোথাও কি বিরোধীদের অস্বীকার করার একটা প্রবনতা ক্রমশ গ্রাস করতে শুরু করেছিল?

বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। একটা যুগের অবসান। নিপাট ভদ্র মানুষ। ১০০ শতাংশ বাঙালিয়ানা। সাদা ধুতি পাঞ্জাবি। সহজ সরল জীবন। জ্যোতি বসুর পরবর্তী পর্যায়ে এক অন্যরকম মুখ্য়মন্ত্রী দেখেছিল বাংলা। যিনি আবেগপ্রবণ। যিনি কথায় কথায় সংস্কৃতির কথা বলতেন। নন্দনে যেতেন। পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটে থাকতেন। অনাড়ম্বরহীন জীবন। আলোকময় একটা জীবন। সেখানে বাহুল্যতা নেই। আছে একরাশ আবেগ। আর খাদহীন সততা। 

কিন্তু ২০০৬ সালে বিধানসভা নির্বাচনের পরে সেই বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে একটা লাইন শুনে চমকে গেল গোটা বাংলা। তবে কি কোথাও অহঙ্কার দানা বাঁধছিল? কোথাও কি বিরোধীদের অস্বীকার করার একটা প্রবনতা ক্রমশ গ্রাস করতে শুরু করেছিল? 

'আমরা ২৩৫, ওরা ৩০। ' চমকে উঠেছিল গোটা বাংলা। বলা ভালো তৎকালীন লাল বাংলা। ক্ষমতার একেবারে চূড়ায় বসে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাইটার্স থেকে বেরিয়ে নন্দনের সামনে এসে দাঁড়ায় তাঁর সাদা অ্যাম্বাসাডর। গোটা বাংলা দেখল ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত এক সংস্কৃতিবান মুখ্য়মন্ত্রীকে। 

জ্যোতি বসুর মতো অতটা রাশভারী হয়তো নন। তবে পড়াশোনা নিয়ে থাকেন সবসময়। পার্টির নীচুতলার কর্মীরাও পড়াশোনা জানা সংস্কৃতিবান মানুষ হিসাবেই চিনতেন বুদ্ধদেবকে। বেশ আবেগপ্রবণ মানুষ। কিন্তু প্রবল ক্ষমতার জেরে কোথাও কি পার্টির মধ্য়ে দম্ভের ঘুনপোকা বাসা বেঁধেছিল? আজ দুঃখের দিন তা নিয়ে কাটাছেঁড়া করাটা হয়তো সমীচিন নয়। তবুও ঘুরে ফিরে আসে সেই একটাই কথা, আমরা ২৩৫ ওরা ৩০। 

২০০৬ সালে বিপুল জনাদেশ পেয়ে জেতার পরে শোনা গিয়েছিল সেই বার্তা, আমরা ২৩৫ ওরা ৩০। কী করবে ওরা? দম্ভ, আত্মতুষ্টি সব কিছু যেন মিশে ছিল সেই কথার মধ্য়ে। ঠিক ছিল কি ভুল ছিল তা নিয়ে নানা তর্ক হয়েছে বাংলার রাজনীতিতে। বিরোধীদের তাচ্ছিল্য করার প্রবণতা? 

বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ যখন আজ কলকাতার রাজপথে যাচ্ছে শববাহী শকটে তখন রাজ্য বিধানসভায় শূন্য সিপিএম। মার্কেজের ভক্ত ছিলেন বুদ্ধদেব। সেই বুদ্ধদেবই যখন ২৩৫ আসন নিয়ে জিতেছিলেন পশ্চিমবঙ্গে তখন একবার বিরোধীদের উদ্দেশে বলেছিলেন, 'আমরা ২৩৫ ওরা ৩০। '

গোটা বাংলায় ঝড় তুলেছিল এই কথা। নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল সিপিএমকে। ঘরে বাইরে সমালোচনা। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই বাংলা থেকে বিদায় নিয়েছে সিপিএম। তবে অন্যায়ের সঙ্গে আপোস করেননি তিনি। সেই সঙ্গে, বাংলার উন্নয়ন যেখানে হবে বলে মনে করেছিলেন সেই প্রকল্প থেকে সরে আসতে চাননি। তা সিঙ্গুরও হোক কিংবা নন্দীগ্রাম। রাজনীতির চোরাগলি কি ঠিকঠাক চিনতেন না আজীবন সৎ থাকা , আজীবন মাথা উঁচু করে থাকা বুদ্ধবাবু? জবাবটা আজও খোঁজে বাংলা।

 

বাংলার মুখ খবর

Latest News

অনুষ্ঠিত হল জ়েভিয়ার ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের ষষ্ঠ বিজ়নেস সামিট ‘কাজের পদ্ধতি আলাদা, মানিয়ে নিতে হবে’! নতুন কোচিং স্টাফ নিয়ে বললেন রোহিত শর্মা… IND vs BAN: প্রত্যেক দল ভারতকে হারাতে চায়, কিন্তু আমরা… বাংলাদেশকে রোহিতের হুমকি চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, মন্ত্র পাঠ থেকে প্রসাদ বিতরণ, ১৮ বছর ধরে একই আবেগ এই রাশির জন্য সুখ নিয়ে আসছে চন্দ্রগ্রহণ, আগামী দিনগুলো কাটবে সফল্যের সঙ্গে লং ড্রাইভে, বর অর্ণব চৌধুরীর সঙ্গে রোম্যান্টিক রুম্পা দাস ভোটমুখী ঝাড়খণ্ডে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে তদন্তে ইডি ফের কাছাকাছি! এবার প্রসেনজিৎকে নিজের হাতে নানান পদ রেঁধে খাওয়াবেন ঋতুপর্ণা ‘বিষয়টা মানতে পারছি না…’, পুজোর পরই বন্ধ হচ্ছে নিম ফুলের মধু? মুখ খুললেন রুবেল SCর অনুমতি ছাড়া দেশে বুলডোজার-অ্যাকশনে 'সুপ্রিম' স্থগিতাদেশ ১ অক্টোবর পর্যন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.