বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Debangshu Bhattacharya: ‘হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১,’ আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু

Debangshu Bhattacharya: ‘হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১,’ আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু

দেবাংশু ভট্টাচার্য

দেবাংশু হিসেব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সন্দেশখালি নিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েছিল ভোটের আগে। আর ভোটের ফলাফল বের হতেই দেখা গেল আসন বেশি পেয়েছে তৃণমূল।

‘যেই হাতি কাদায় পড়েছে আর চামচিকেরা একটু লাথি মারার চেষ্টা করছে, কিন্তু হাতি একচুয়ালি কাদায় পড়েনি। এরা নারদার সময়ও মনে করেছিল, সারদার সময়ও মনে করেছিল কাদায় পড়েছে মার লাথি। সন্দেশখালির সময়ও মনে করেছিল হাতি কাদায় পড়েছিল…মার লাথি…প্রি নারদা পরিস্থতিতে আমরা ১৮৪, আফটার নারদা পরিস্থিতিতে আমরা ২১১, প্রি সন্দেশখালি আমরা ২২পোস্ট সন্দেশখালি আমরা ২৯, আমি বলছি যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অ্য়াটাক কার হয়, মানুষ ততবেশি তাকে আঁকড়ে ধরে আমি এটা বলতে চাইছি।’ বলছেন দেবাংশু

সেই সঙ্গেই তিনি হিসেব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সন্দেশখালি নিয়ে তৃণমূলের অস্বস্তি বেড়েছিল ভোটের আগে। আর ভোটের ফলাফল বের হতেই দেখা গেল আসন বেশি পেয়েছে তৃণমূল। আবার নারদা কাণ্ডের প্রসঙ্গ সামনে আসার আগে তৃণমূলের যত আসন ছিল পরবর্তী ক্ষেত্রে সেই আসন সংখ্য়া আরও বেড়ে যায়।

 

এদিকে আরজি কর কাণ্ড নিয়েও অস্বস্তি বেড়েছে তৃণমূলের। বিরাট অস্বস্তি। রাজনীতির বাইরেও অরাজনৈতিক লোকজনও বেরিয়ে আসছেন রাজপথে। প্রতিবাদে মুখর গোটা দেশ। দেশের বাইরে বিদেশের মাটিতেও প্রতিবাদ। হয়তো এমন ছবি আগে দেখেনি বাংলা। এবার প্রশ্ন এই ছবির প্রতিফলন কি বাংলার ভোটে পড়বে?

এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেকেই। কিন্তু উত্তর দেবে সময়। আর ভোট বলতে ২০২৬ সাল। তার আগে অনেকটা সময় পাবে তৃণমূল। এরপর একের পর এক ইস্যু আসবে বাংলায়। সেক্ষেত্রে বাংলার ভোটে আরজি কর ইস্যু, জুনিয়র ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলন শেষ পর্যন্ত কোনও প্রভাব ফেলবে কি না সেটা বলবে সময়।

তবে দেবাংশু কার্যত বুঝিয়ে দিতে চেয়েছেন, যত মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অ্য়াটাক কার হয়, মানুষ ততবেশি তাকে আঁকড়ে ধরে আমি এটা বলতে চাইছি।

অন্য়দিকে এভাবেও বলা যায় তৃণমূলের বিরুদ্ধে যত অভিযোগ ওঠে ততই ভোট বেশি পায়, আসন বেশি পায় তৃণমূল। সেক্ষেত্রে দেবাংশু কি এটাই বোঝাতে চেয়েছেন এবার আরজি কর কাণ্ডের পরে ভোট এলেও কি আগের থেকে বেশি আসন পাবে তৃণমূল?

এই প্রশ্নটা ভাবাচ্ছে তৃণমূলকেও। এই প্রশ্নটা নিয়ে চর্চা হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আরজি কর ইস্যু নিয়ে এত প্রতিবাদ সত্ত্বেও আগামীর ভোটে কতটা প্রভাব পড়বে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাংলার ভোট কার্যত কে কতটা ব্যক্তিগত সুবিধা পাচ্ছে তার উপর নির্ভর করে। যে রাজ্যের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যায় সেখানে সরকারি বিরোধী ভোটকে শাসকদলের বিরুদ্ধে এককাট্টা করা কার্যত অসম্ভব। বাম ও বিজেপির মধ্য়ে ভোট ভাগাভাগির জেরেই এগিয়ে যেতে পারে তৃণমূল।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.