বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ডাকতাম, সম্মানও দিতাম, তারপরেও কেন তৃণমূলে ফিরলেন রাজীব? প্রশ্ন দিলীপ ঘোষের

ডাকতাম, সম্মানও দিতাম, তারপরেও কেন তৃণমূলে ফিরলেন রাজীব? প্রশ্ন দিলীপ ঘোষের

বিজেপিতে থাকাকালীন দিলীপ ঘোষের পাশেই রাজীব বন্দ্যোপাধ্যায় ( ফাইল ছবি সৌজন্য এএনআই)

বিজেপির একাংশের দাবি, ভোটে হেরে যাওয়ার পর থেকেই বেসুরো গাইতে শুরু করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ত্রিপুরায় গিয়ে তৃণমূলে ফিরে এসেছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তৃণমূলের অন্দরেই নানা কথা উঠতে শুরু করেছে। তৃণমূলের সাংসদ কল্য়াণ বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন কেন এমন দুর্নীতিগ্রস্ত  ব্যক্তিকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হল? এদিকে যে রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে কার্যত জামাই আদর করে বিজেপিতে রাখা হয়েছিল তিনি কেন চলে গেলেন তা নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিছুটা বিষ্মিত।

মঙ্গলবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,এটা তৃণমূলের ব্যাপার। আমরা তো আমাদের দলে রেখেছিলাম। আমরা দিল্লির অফিসে নেতাদের সঙ্গে দেখা করিয়েছিলাম। এখানকার সমস্ত ব্যাপারে ডাকতাম, সম্মান দিতাম। তবুও তিনি কেন দল ছাড়লেন বলতে পারব না। জানিয়েছেন দিলীপ ঘোষ।

তবে বিজেপির একাংশের দাবি, ভোটে হেরে যাওয়ার পর থেকেই বেসুরো গাইতে শুরু করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর তৃণমূলে যোগদান ছিল সময়ের অপেক্ষা। তারপরেও বিজেপির অভ্য়ন্তরে তাঁকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হত। দলের গুরুত্বপূর্ণ কমিটিতেও রাখা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি তৃণমূলে ফেরার জন্য বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছিলেন। বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে পাওয়া যাচ্ছিল না। কখনও কুণাল ঘোষ, কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে তিনি তৃণমূলে ফিরতে চাইছিলেন। আর যে কোনওভাবে হোক তৃণমূলে ফেরার সেই মিশন তিনি সফল করলেন ত্রিপুরার মাটিতে।

 

বাংলার মুখ খবর

Latest News

শিল্পা শিন্ডেকে চ্যালেঞ্জ, এই বয়সেও ডুব সাঁতারে তাক লাগালেন জ্যাকি শ্রফ প্রতিবাদ মিছিলে পেলেন উৎসবের উপহার, লেখা 'মেরুদণ্ড বিক্রি নেই', ঊষসী বলছেন… ‘‌উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ–বিদেশের টিকিট কাটা’‌, তথ্য ফাঁস কুণালের ‘মেয়ের বয়সী’ অভিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে বিরক্ত অর্ক, দুজনের বয়সের ফারাক জানেন? ১০২ জ্বরও দমাতে পারল না শার্দুলকে, হাসপাতালের বেড থেকে মাঠে ফিরেই হাতে নিলেন বল! জরায়ুর ক্যানসার প্রতিরোধকারী মাশরুম আর কোন কোন রোগের সঞ্জীবনী জানেন? দেখে নিন গলছে বরফ? SCO সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শংকর চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.