বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ওয়েইসির পালটা রাজনীতিতে নামার হুমকি বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের

ওয়েইসির পালটা রাজনীতিতে নামার হুমকি বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের

বুধবার কলকাতা প্রেস ক্লাবে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক। 

সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সীমানা লাগোয়া সেরাজ্যের ৫টি আসনে জেতে মিম। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দলটির সংগঠন দানা বাঁধতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ওয়েইসির আগমণে বিরোধীদের সুরে সুর মিলিয়েছে ইমাম অ্যাসোসিয়েশন।

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওয়েইসি উদয়ের বিরোধিতায় সরব হলেন ইমামরা। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। তাদের স্পষ্ট দাবি, ভোটে বিজেপিতে সুবিধা করে দিতে পশ্চিমবঙ্গে আসার পরিকল্পনা করছে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM. এমনকী ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকিকে ধর্মগুরু বলে মানতেও অস্বীকার করেন তিনি। 

গত রবিবার সকালে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওবেইসি। এর পরই রাজনীতিতে শোরগোল শুরু হয়। বৈঠক শেষে আসাদউদ্দিন জানান, পশ্চিমবঙ্গে আব্বাস সিদ্দিকির কথাতেই চলবে AIMIM. কিন্তু বাম – কংগ্রেস ও তৃণমূলের দাবি, মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে পশ্চিমবঙ্গে আসছে মিম। 

সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সীমানা লাগোয়া সেরাজ্যের ৫টি আসনে জেতে মিম। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দলটির সংগঠন দানা বাঁধতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ওয়েইসির আগমণে বিরোধীদের সুরে সুর মিলিয়েছে ইমাম অ্যাসোসিয়েশন। তাদেরও দাবি, মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে আসছে মিম। যেখানে বিজেপি যায় পিছন পিছন পৌঁছে যায় তারা। সঙ্গে তাদের প্রশ্ন, দেশে কোথাও মুসলিমদের ওপর অত্যাচার হলে কেন মুখ খোলেন না ওয়েইসি? 

এদিন সংগঠনের তরফে দাবি করা হয় আব্বাস সিদ্দিকি কোনও ধর্মগুরু নন। সঙ্গে জানানো হয়, বিধানসভা নির্বাচনে AIMIM এরাজ্যে রাজনীতিতে নামলে পালটা রাজনীতিতে নামবে ইমাম অ্যাসোসিয়েশনও। 

বলে রাখি, পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটার। রাজ্যের প্রায় ১০০টি আসনের ফল নির্ধারণে মুসলিম ভোটারদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে যা নির্ণায়ক হয়ে উঠতে পারে। মুসলিম ভোট হাতে রাখতে ২০১১ সালে ক্ষমতায় আসার পর ইমাম ভাতা চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দেশজোড়া বিতর্ক হয়েছে। হয়েছে মামলাও। কিন্তু ভাতা বন্ধ করেননি মমতা ।

 

বাংলার মুখ খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.