সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এদিকে আরজি করের ঘটনাকে বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা বলে মেনে নেননি বিচারপতি। মৃত্যুদণ্ড নয়, ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই রায়ের কথা শুনে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এবার মমতা বন্দ্যোপাধ্য়ায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, মৃত্যুদণ্ড চেয়ে এবার হাইকোর্টে যাব।
মমতা লিখেছেন, 'আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের মামলায় আজকের রায়ে বলা হল এটা বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা নয়। আমি সত্যিই হতবাক।
আমার যেটুকু ধারণা এটা বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা যেটা মৃত্যুদণ্ড দাবি করে। কীভাবে এই বিচারে উপসংহার টানা হল যে এটা বিরলের মধ্য়ে বিরলতম ঘটনা নয়?এই সংবেদনশীল মামলায় আমরা মৃত্য়ুদণ্ডের জন্য আবেদন করব।
সম্প্রচি গত তিন চার মাসে আমরা ক্য়াপিটাল অথবা সবথেকে বেশি শাস্তি নিশ্চিত করতে পেরেছি এই ধরনের অপরাধে। তাহলে কেন এই মামলায় ক্য়াপিটাল পানিসমেন্টে নয়?
আমি দৃঢ়তার সঙ্গে অনুভব করছি এরকম নৃশংস ঘটনায় মৃত্যুদণ্ড দরকার। আমরা দোষীর মৃত্যুদণ্ডের জন্য় হাইকোর্টে আবেদন করব। '
কার্যত মৃত্যুদণ্ডের দাবিতে এবার সরব মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেকারণে এবার হাইকোর্টে যাবেন তাঁরা।
তবে নির্যাতিতার পরিবারের দাবি, সঞ্জয়ের মৃত্যুদণ্ডের জন্য় কেন এত উদ্যোগ? বাকি যারা জড়িত তাদের কেন আড়াল করা হচ্ছে?
এদিকে শিয়ালদা আদালতের এই রায়ের খুশি নন অনেকেই। অনেকে আবার কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন। অনেকেরই প্রশ্ন আর কারা জড়িত? সেটা এবার সামনে আনা হোক।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, আরজি করের ঘটনা পৈশাচিক ঘটনা। মুখ্য়মন্ত্রী প্রথম থেকেই ফাঁসি চেয়েছিলেন। কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। দোষটা প্রমাণিত হয়েছে। দোষীকে কী শাস্তি দেওয়া হবে সেটা বিচারকের সিদ্ধান্ত। তিনি ফাঁসির রায় দেননি। আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তবে এর আগে কয়েকটি ক্ষেত্রে পুলিশ তদন্ত করছিল। সেখানে বিচারপতি ফাঁসির নির্দেশ দিয়েছেন। তবে আরজি করের ক্ষেত্রে আমরা ফাঁসিই চেয়েছিলাম।
রাজ্য়ের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমিও একজন মানুষ। যার হুঁশ আছে সেই তো মানুষ। সমাজ পরিবার কেউ খুশি নয়, ভারতীয় ন্য়ায় সংহিতায় ক্যাপিটাল পানিসমেন্ট দুভাবে আছে। একটা মৃত্যুদণ্ড, আর একটা আজীবন কারাদণ্ড। মহামান্য বিচারপতি তাঁর ক্ষমতার বলে দিয়েছেন। আমি তার কলম বা রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না।